AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allu arjun: সামান্থার ছবিতে আত্মপ্রকাশ সুপারস্টারের মেয়ের! উচ্ছ্বসিত আল্লু অর্জুন

‘শকুন্তলম’ গুনশেখর পরিচালিত একটি পৌরাণিক চলচ্চিত্র। ছবিতে সামান্থা এবং দেব মোহন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটি কালিদাসের মহাকাব্য সংস্কৃত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত।

Allu arjun: সামান্থার ছবিতে আত্মপ্রকাশ সুপারস্টারের মেয়ের! উচ্ছ্বসিত আল্লু অর্জুন
আল্লু।
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 5:23 PM
Share

সুপারহিট দক্ষিণী অভিনেতা তিনি। আল্লু অর্জুন। দক্ষিণী  ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী আল্লু-কোনিদেলা বংশের তৃতীয় প্রজন্মের ছেলে আল্লু। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আল্লু ঘোষণা করেন যে তাঁর কন্যা আল্লু আরহা খুব শীঘ্রই সামন্থা আক্কিনেনির ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন।

ছবির নাম ‘শকুন্তলাম’। আরহা ছবিতে যুবরাজ ভরতের ভূমিকায় অভিনয় করবেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে, অর্জুন, যিনি সামান্থার সঙ্গে ‘সন অফ সত্যমূর্তি’ এবং ‘বানি দ্য পারফেক্ট জেন্টলম্যান’ ছবিতে কাজ করেছেন, তাঁর মেয়ের ফিল্ম ডেবিউয়ের ঘোষণা করে লেখেন, ‘আল্লু পরিবারের কাছে এক গর্বের এটা ঘোষণ করতে পেরে যে পরিবারের চতুর্থ প্রজন্ম, আরহা শকুন্তলাম ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছে।‘

‘শকুন্তলম’ গুনশেখর পরিচালিত একটি পৌরাণিক চলচ্চিত্র। ছবিতে সামান্থা এবং দেব মোহন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটি কালিদাসের মহাকাব্য সংস্কৃত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত।

নিজের পোস্টে গুনশেখর এবং তাঁর মেয়ে নীলিমা গুণাকে ধন্যবাদ জানিয়ে আল্লু অর্জুন লিখেছেন, ‘আমার কন্যাকে তার আত্মপ্রকাশ হিসাবে এই সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য আমি গুণশেখর গারু এবং নীলিমা গারুকে ধন্যবাদ জানাতে চাই।’ তিনি আরও যোগ করে লেখেন, ‘সামান্থার সঙ্গে আমার পুরোপুরি আলাদা জার্নি ছিল এবং আরহা তাঁর চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করছে দেখে খুশি। আমি শকুন্তলমের পুরো কাস্ট এবং ক্রুকে শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুন দেখুন গ্যালারি: ৭ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যা গড়েছে বলিউড!