Pushpa 2: মুক্তির বহু আগেই ফাঁস হয়ে গেল ‘পুষ্পা ২’-এ আল্লুর লুক, আপনি দেখেছেন?

Allu Arjun: দ্বিতীয় ভাগের নাম ‘পুষ্পা- দ্য রুল’। শোনা যাচ্ছে,ছবিতে নাকি থাকতে পারে মালাইকার এক আইটেম নম্বরও। উঠে আসছে কাজল আগরওয়ালের নামও। এর আগে দ্বিতীয় পর্বের শুটিং কোথায় হবে তা নিয়েই সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল।

Pushpa 2: মুক্তির বহু আগেই ফাঁস হয়ে গেল 'পুষ্পা ২'-এ আল্লুর লুক, আপনি দেখেছেন?
২০২১ সালে বেশ কিছু ছবি ভাল-মন্দ বক্স অফিস কালেকশন করলেও তাক লাগিয়েছিল পুষ্পা। বছর শেষে মুক্তি পেতেই তা হৈ হৈ করে দর্শকের মনে জায়গা করে নেয়। এক বছর হতে চলল এই ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এখনও দর্শকদের মন থেকে পুষ্পা হ্যাংওভার কাটেনি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 5:33 PM

ছবি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর। এখনও ঠিক করে শুটিংও শুরু হয়নি। কিন্তু শুট শুরু হওয়ার আগেই ফাঁস হয়ে গেল পুষ্পা ২ ছবিতে অল্লু অর্জুনের লুক। ফাঁস করলেন ছবির সিনেমাটোগ্রাফার কুবা ব্রোজেক। ইনস্টাগ্রামে আল্লুর ‘মাচো’ লুক শেয়ার করে কুবা লিখেছেন, “অ্যাডভেঞ্চারের এই শুরু”। লুক দেখে ঘায়েল তাঁর অনুরাগীরা। লম্বা চুল, গাল ভর্তি দাঁড়িতে আল্লুকে দেখে অনেকেই বলছেন সেই আইকনিক সংলাপ, ‘ঝুঁকেগা নহি শালা’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের ডিসেম্বর মাসেই। কিন্তু বিশেষ কারণে ওই ছবির শুটিং পিছিয়ে যায়। শুটিংই শুরু হয়নি ঠিক করে, মুক্তি তো দূরঅস্ত। শোনা যাচ্ছে, এই নভেম্বর থেকেই পুরোদমে শুরু হবে শুটিং।

দ্বিতীয় ভাগের নাম ‘পুষ্পা- দ্য রুল’। শোনা যাচ্ছে,ছবিতে নাকি থাকতে পারে মালাইকার এক আইটেম নম্বরও। উঠে আসছে কাজল আগরওয়ালের নামও। এর আগে দ্বিতীয় পর্বের শুটিং কোথায় হবে তা নিয়েই সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। শোনা যাচ্ছিল, শুটিং কোথায় হবে তা নিয়ে নাকি বেজায় চিন্তায় পরিচালক সুকুমার। শুটিংয়ের জন্য দুটি জায়গা তিনি দেখে রেখেছিলেন। কিন্তু ওই দুই জায়গা নিয়েই বর্তমানে তিনি পড়েছিলেন অস্বস্তিতে। পুষ্পার প্রথম পর্বের শুটিং হয়েছিল অন্ধ্রপ্রদেশের মারেদুমিল্লি নামক একটি গ্রামে। সেখানেই সেট টাঙিয়ে চলেছিল ‘পুষ্পারাজ’। দ্বিতীয় পার্টের জন্য প্রথমে ওই জায়গা বেছে নিলেও নাকি মন বদলেছিলেন সুকুমার। দর্শকের যাতে একঘেয়ে না লাগে সেই কারণে ওই জায়গায় তিনি আর শুটিং করতে চান না বলে খবর এসেছিল। তা ছাড়া আরও একটি কারণে ওই জায়গা থেকে সেট সরিয়ে নিতে চেয়েছিলেন সুকুমার। প্রবল বৃষ্টিপাতে ওই অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তও হয়। কোনওভাবেই তা শুট করার উপযুক্ত ছিল না।

এখানেই কিন্তু সমস্যার শেষ নয়। দ্বিতীয় জায়গাটি সুকুমার বেছেছিলেন রামচরণের ‘রঙ্গস্থলম’-এর শুটিং যেখানে হয়েছিল সেইখানে। কিন্তু ‘পোলাভারাম প্রজেক্ট’-এর কারণে সেই জায়গা আপাতত অন্ধ্র সরকারের সরকারী কাজের জন্য ব্যবহৃত হয়েছে। তাই সেখানেও শুটিং করায় রয়েছে বিস্তর অসুবিধে। তবে সে সমস্যা মিটেছে। আগামী মাস থেকেই আল্লু নেমে পড়ছেন ময়দানে।