Oscars 2023: ‘নাট্টু নাট্টু’ গানে নাচবেন না রামচরণ এবং জুনিয়র এনটিআর, পরিবর্তে থাকবেন এক মার্কিনি মহিলা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 11, 2023 | 11:13 AM

Naatu Naatu-RRR: একটি সাম্প্রতিকতম সাক্ষাৎকারে 'আরআরআর' ছবির অভিনেতা জুনিয়র এনটিআর আগেই জানিয়েছিলেন, তিনি এবং অভিনেতা রামচরণ 'নাট্টু নাট্টু' গানের সঙ্গে নাচবেন না।

Oscars 2023: নাট্টু নাট্টু গানে নাচবেন না রামচরণ এবং জুনিয়র এনটিআর, পরিবর্তে থাকবেন এক মার্কিনি মহিলা

Follow Us

না, যে গানে নেচে এতখানি জনপ্রিয়তা অর্জন করেছিলেন জনপ্রিয় অভিনেতা জুটি, সেই গানে এবার তাঁরা আর নাচবেন না। নাচবেন না অস্কারের মঞ্চে। সেই কাজটি করবেন আমেরিকান অভিনেতা-নৃত্যশিল্পী লরেন গোতলিয়েব। আজ্ঞে, এসএস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাট্টু নাট্টু’ গানের তালে শরীর মেলাবেন ‘ঝলক দিখলা জা সিজ়ন ৬’-এর অংশগ্রহণকারী এই লরেন। ছবিতে ‘নাট্টু নাট্টু’র সঙ্গে নেচেছিলেন অভিনেতা রামচরণ এবং জুনিয়র এনটিআর। ১২ মার্চ অস্কারের মঞ্চে তাঁরা সেই গানে নাচছেন না। আমেরিকার এই বিশ্বখ্যাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই সুযোগ পেলেন আমেরিকারই লরেন।

অতীতে ‘এবিসিডি: এনি বডি ক্যান ডান্স’ (২০১৩) ছবিতে অভিনয় করেছিলেন লরেন। সেখান থেকে এই রাজকীয় উত্থানের খবর লরেন নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রাম পোস্ট মারফত। লস অ্যাঞ্জেলেসে হলিউডের সাইনওয়ালা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন লরেন এবং তাতে লিখেছেন, “বিশেষ খবর! আমি ‘নাট্টু নাট্টু’ গানের সঙ্গে অস্কারের মঞ্চে পারফর্ম করছি। বিশ্বের অন্যতম সম্মানিত মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি আমি। আমাকে শুভ কামনা জানান আপনারা।”

এই পোস্টের নীচে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “আমরা দারুণ উচ্ছ্বসিত। আপনার জন্য গর্ববোধ করছি। আপনি দারুণ পারফর্ম করবেন জানি।” সঙ্গীত শিল্পী বিশাল দাদলানি লিখেছেন, “লরেন গোতালিয়েব ওয়াও! এটা তো সত্যি অনেক বড় একটা খবর।”

একটি সাম্প্রতিকতম সাক্ষাৎকারে ‘আরআরআর’ ছবির অভিনেতা জুনিয়র এনটিআর আগেই জানিয়েছিলেন, তিনি এবং অভিনেতা রামচরণ ‘নাট্টু নাট্টু’ গানের সঙ্গে নাচবেন না। এও জানিয়েছিলেন, এমএম কিরাবাণী, রাহুল সিপলিগঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম করবেন। রেড কার্পেটে হাঁটা নিয়ে জুনিয়র এনটিআর বলেছিলেন, “অভিনেতা হিসেবে নয়, আমি একজন ভারতীয় হিসেবে হাঁটব।”

‘আরআরআর’ ছবির ‘নাট্টু নাট্টু’ গানটি সেরা গানের তালিকায় মনোনীত হয়েছে এবারের অস্কারে। কিছুদিন আগেই সেরা গান হিসেবে টেলর সুইফ্ট, লেডি গাগাদের হারিয়ে গোল্ডেন গ্লোবও পেয়েছে ‘নাট্টু নাট্টু’। সুতরাং, এবারের অস্কারের দিকে বিশেষ নজর রাখবে ভারত। যদি সেখানেও সেরা গানের জন্য অস্কার পায় ‘নাট্টু নাট্টু’ তা হলে তৈরি হবে নতুন ইতিহাস। ভারত পাবে তাঁর দ্বিতীয় অস্কার। প্রথমটা বাংলার সত্যজিৎ রায়ের।

Next Article