Priyanka Chopra: ‘ছিঃ, মনে বিষ’! নিজের বিয়ের ফটোগ্রাফারকে দিয়ে বোনকে কটাক্ষ প্রিয়াঙ্কার?

Priyanka Chopra: ইদানিং বলিউডের প্রায় প্রত্যেক অভিনেত্রী তাঁদের বিশেষ দিনে বেছে নিয়েছেন হালকা রঙের পোশাক। বিয়েতে হালকা রঙের চল এর আগে ছিল না। এমনকি পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও ২০১৮ সালে তাঁর বিশেষ দিনে সেজেছিলেন লাল রঙের লেহেঙ্গায়।

Priyanka Chopra: 'ছিঃ, মনে বিষ'! নিজের বিয়ের ফটোগ্রাফারকে দিয়ে বোনকে কটাক্ষ প্রিয়াঙ্কার?
নিজের বিয়ের ফটোগ্রাফারকে দিয়ে বোনকে কটাক্ষ প্রিয়াঙ্কার?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 8:46 AM

বোন পরিণীতি চোপড়ার বিয়েতে আসেননি প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে বিস্তার সমালোচনা হয়েছিল প্রায় সব মহলে। প্রশ্ন উঠেছিল কি এমন কাজ পড়ে গেল যে প্রিয় বোনের বিয়ে মিস করে দিলেন তিনি? এবার আবারো পরিণীতির বিয়েকে কেন্দ্র করে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া। বিয়েতে আইভরি থিমে সেজেছিলেন পরিণীতি চোপড়া। তাঁর পোশাক ডিজাইন করেছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। বেজ রঙের পোশাকে সেজেছিলেন পরিণীতি চোপড়া।

ইদানিং বলিউডের প্রায় প্রত্যেক অভিনেত্রী তাঁদের বিশেষ দিনে বেছে নিয়েছেন হালকা রঙের পোশাক। বিয়েতে হালকা রঙের চল এর আগে ছিল না। এমনকি পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও ২০১৮ সালে তাঁর বিশেষ দিনে সেজেছিলেন লাল রঙের লেহেঙ্গায়। সেই ঘটনাকেই উল্লেখ করে প্রিয়াঙ্কার বিয়ের ছবি তুলেছিলেন যে ফটোগ্রাফার সেই জোসেফ রেডিক ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লেখেন,”ভারতীয় কনেরা আর রংবেরঙের পোশাক পরেন না। এ নিয়ে নানাবিধ কথা হচ্ছে। আমার প্রিয় মানুষ প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু বিয়ের দিন এমনটা করেননি। ভালবেসে ছিলেন রঙ। আমার দেশি গার্লের মতো আর কেউ নেই।”

জোসেফের ওই পোস্টের পরেই শুরু হয়েছে বিস্তর সমালোচনা। নেটিজেনদের এক বড় অংশের ধারণা নাম না করেই পরিণীতিকে কটাক্ষ করেছেন জোসেফ। তাঁদের প্রশ্ন, “কেন হঠাৎ পরীর বিয়ের মাত্র দুইদিন পরে ওই পোস্ট করলেন জোসেফ? এর নেপথ্যে কি হাত রয়েছে প্রিয়াঙ্কার?” একজন কমেন্ট করেছে, “কিয়ারাও তাঁর বিয়েতে আরও হালকা রঙের পোশাক পরেছিলেন, সে সময় কিন্তু আপনি কোনও মন্তব্য করেননি। কী এমন হল যে প্রিয়াঙ্কার বিয়ের দিন দুয়েক পর এমন কমেন্ট করতে হল আপনাকে?” যদিও প্রিয়াঙ্কা ঘনিষ্ঠরা জানাচ্ছেন এ হেন রটনা আদপে নেটিজেনদের অনুমান মাত্র। ব্যক্তিগত জীবনে দুই বোনের সম্পর্ক কিন্তু ভীষণই ভালো।তাতে হিংসার বিন্দুমাত্র লেশ নেই। তবু কেন আসেননি প্রিয়াঙ্কা? এ প্রসঙ্গে এর আগে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কার মা, মধু চোপড়া জানিয়েছিলেন, মেয়ে বিদেশে ব্যস্ত থাকার কারণে এই বিশেষ দিনে সামিল হতে পারলেন না। তবে বিয়েতে উপস্থিত না থাকলেও পরিণীতির বাগদানের অনুষ্ঠানে কিন্তু একরত্তি মেয়েকে নিয়েই ভারতে উড়ে এসেছিলেন পিগি চপস।