গত বৃহস্পতিবার কীর্তনশিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী বিধাননগর পুরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে বাড়িতে হানা দেয় সিবিআই। তল্লাশি চলে অদিতি মুন্সীর স্টুডিয়োর ঠিকানায়ও। এরই মধ্যেই বিধানসভায় চিঠি দিয়ে অদিতি মুন্সী কিছু দিনের জন্য ছুটিও চেয়েছেন। এ সবের মধ্যেই অদিতি দিলেন এক সুখবর। কিছু দিন আগেও যে কারণে রীতিমতো হতাশ হয়ে পড়ছিলেন তিনি। সেই আশঙ্কার কালো মেঘ কেটে গিয়েছে। আজ অর্থাৎ ১ তারিখ থেকেই শুরু হচ্ছে তাঁর গানের স্টেজ শো।
এক ইনস্টা পোস্টের মাধ্যমে অদিতি লেখেন, “আজ থেকে আবার শুরু। দিন কয়েকের থমকে যাওয়া, অসুস্থতা, ওষুধ, বিশ্রাম… এসবকিছুর পর আজ থেকে আবার একসাথে কৃষ্ণনামে মেতে ওঠার পালা। আপনাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ তো সবার উপরে৷ আজ থেকে আবার ফিরছি আমার ভালোবাসার জায়গা, আমার আশ্রয়, আমার গানে।” এখানেই শেষ নয়, টানা জানুয়ারি পর্যন্ত তাঁর কোথায় কোথায় শো রয়েছে, তাও সবিস্তারে জানিয়েছেন অদিতি।
একই সঙ্গে তাঁর আরও বক্তব্য, “আমার অসুস্থতার দিন গুলোতে যেভাবে আপনারা সকলে আমার পাশে ছিলেন, আমি জানি এই ভালোবাসা এতটুকু কমবেনা কখনও।” আজ অর্থাৎ শুক্রবার আসানসোল উৎসবে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। এর পরের শো ৩ ডিসেম্বর, কোচবিহারের রাসমেলায়। সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই। নায়িকা দিন কাটছে চরম কর্মব্যস্ততায়। তবে যে বিধানসভায় চিঠি দিয়ে কিছু দিনের জন্য ছুটির আর্জি? কতদিনের জন্য? তা যদিও স্পষ্ট নয় চিঠিতে।