Amitabh Bachchan: কন্যা শ্বেতাকে প্রতীক্ষা বাংলো উপহার দিয়েও বউমা ঐশ্বর্যর সম্পত্তিকে পিছনে ফেলতে পারলেন না অমিতাভ

Sweta-Aishwarya Property: সম্প্রতি ঐশ্বর্যর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। প্যারিসের একটি বিখ্যাত ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন বচ্চন পরিবারের নারীরা। কিন্তু সেখানে ঐশ্বর্যর সঙ্গে কোনও ছবি তোলেননি তাঁর ননদ শ্বেতা, শাশুড়ি জয়া কিংবা শ্বেতার তাঁর কন্যা নব্যা নভেলি নন্দা। অমিতাভের জন্মদিনে জয়া বচ্চনকে ছবি থেকে কেটে বাদ দিয়ে কেবল আরাধ্যা এবং অমিতাভের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্য।

Amitabh Bachchan: কন্যা শ্বেতাকে প্রতীক্ষা বাংলো উপহার দিয়েও বউমা ঐশ্বর্যর সম্পত্তিকে পিছনে ফেলতে পারলেন না অমিতাভ
শ্বেতা বচ্চন নন্দা (বাঁ দিক থেকে), অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন...

| Edited By: Sneha Sengupta

Nov 25, 2023 | 1:11 PM

মেয়ে শ্বেতাকে পুত্রবধূ ঐশ্বর্যের সমান করতে গিয়ে ব্যর্থ হলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি জানা গিয়েছে বচ্চন পরিবারের সম্পত্তির হিসেব। কার খাতে কত টাকা রয়েছে, সেই হিসেবেও জানা গিয়েছে গোপন সূত্রে। তবে সবচেয়ে বড় খবর, মুম্বইয়ে অমিতাভের সাধের বাংলো ‘প্রতীক্ষা’ তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে। কিন্তু তা সত্ত্বেও সম্পত্তির নিরিখে বউমা ঐশ্বর্য রাই বচ্চনকে টপকাতে পারেননি শ্বেতা।

প্রতীক্ষার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা। ৫,০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে বচ্চন পরিবারের। তার মধ্যে ১১০ কোটি টাকার মালিক শ্বেতা নিজে। ঐশ্বর্যর সম্পত্তির মোট মূল্য ভারতীয় মুদ্রায় ৮২৮ কোটি টাকা। কন্যাকে প্রতীক্ষা উপহার দিয়ে অমিতাভের নিজের সম্পত্তির মূল্য কমেছে কিছুটি। কেবিসি এবং ‘দ্যা ইনটার্ন’ ছবিতে কাজ করে সেই মূল্য ফের ফিরে পাবেন বিগ বি। তবে ঐশ্বর্যর সম্পত্তির মূল্যকে টপকাতে পারেনি শ্বেতার সম্পত্তি।

সম্প্রতি ঐশ্বর্যর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। প্যারিসের একটি বিখ্যাত ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন বচ্চন পরিবারের নারীরা। কিন্তু সেখানে ঐশ্বর্যর সঙ্গে কোনও ছবি তোলেননি তাঁর ননদ শ্বেতা, শাশুড়ি জয়া কিংবা শ্বেতার তাঁর কন্যা নব্যা নভেলি নন্দা। অমিতাভের জন্মদিনে জয়া বচ্চনকে ছবি থেকে কেটে বাদ দিয়ে কেবল আরাধ্যা এবং অমিতাভের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্য।

১ নভেম্বর ছিল ঐশ্বর্যর জন্মদিন। ৫০ বছরে পা রেখেছেন বিশ্বসুন্দরী। কিন্তু তাঁর জন্মদিনে বচ্চন পরিবারের কোনও উৎসবই হয়নি। মা বৃন্দা রাই এবং কন্যা আরাধ্যা বচ্চনের সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন ঐশ্বর্য। তাঁকে কেবল শুকনো শুভেচ্ছা বার্তা জানিয়েছেন স্বামী-অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি ঐশ্বর্যর বাবার জন্মদিন পালন করলেন আরাধ্যা এবং বৃন্দা। ঐশ্বর্য এখন বচ্চনদের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকছেন না। থাকছেন বাপের বাড়িতেই।