দক্ষিণ সিনেপাড়া ও বলিউডে এখন যেন মিলেমিশে একারার। অভিনেতাদের পালাবদল থেকে শুরু করে চিত্রনাট্যের রূপ বদল, সবটাই প্রেক্ষাগৃহে দর্শক টানতে নতুন মোড়কে গড়ে তোলা হচ্ছে। যদিও দক্ষিণ-বলিউড এই জুটি যে আদপে লাভের অঙ্কে বাজিমাত করছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি একাধিক বলিউড স্টারকে দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে কাজ করতে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা অমিতাভ বচ্চন। এবার তিনি দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন। তবে চমক এখানেই ইতি নয়।
এবার সুপারস্টার রাজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন। দীর্ঘ ৩২ বছর পর এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। এই জুটির তালিকায় রয়েছে মোট তিন ছবি। ‘হাম’, ‘গ্রেফতার’, ও ‘আন্ধাকানুন’। সম্ভবত এই জুটির ছবির নাম হতে চলেছে থালাইভার 170, যে ছবি পরিচালনা করতে চলেছেন জয় ভীম ছবির পরিচালক, টিজে গনভেল। ছবির প্রযোজনায় থাকছেন সুভাসকরণ। ইতিমধ্যেই এই ছবির ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। প্রযোজনা সংস্থা থেকে এই ঘোষণা করার সময় ক্যাপশনে লেখা হল স্বাগত ভারতীয় চলচ্চিত্র জগতের শেহনশাহ।
সামনে একের পর এক ছবির কাজ শুরু হতে চলেছে। যেখানে একাধিক জায়গায় দেখা যাবে বলিউড ও দক্ষিণী দুনিয়ার এই যোগসূত্র। শোনা যাচ্ছে টাইগার থ্রি ছবিতেও নাকি থাকতে পারেন দক্ষিণী স্টার জননিয়ার এনটিআর। শোনা গিয়েছিল ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাঁকে। কিন্তু না, এবার অন্য গুঞ্জণ সিনেপাড়ায়। শোনা যাচ্ছে সলমন খানের ছবি অর্থাৎ ‘টাইগার থ্রি’-তেই নাকি থাকছেন তিনি। যদিও এই বিষয়টা সত্যিও হয়, স্পাই ইউনিভার্স তা গোপনেই রাখতে চাইছে।