ইন্ডাস্ট্রির অধিকাংশই বিশ্বাস করেন, করণ জোহরের চ্যাট শো যে যার প্রতি ভাল লাগার কথা বলে ফেলেন তাই নাকি ফলে যায়। উদাহরণ হিসেবে সারা আলি খান, ক্যাটরিনা কাইফ। সারা বলেছিলেনম কার্তিককে তাঁর পছন্দ। ব্যস, শো থেকে বের হওয়ার পরেই দুজনে ডেট করেন কিছু দিন। অন্যদিকে আবার ওই শো-য়ে এসেই ক্যাটরিনা বলেছিলেন, ভিকির সঙ্গে জুটি বাঁধতে চান। রিয়েল লাইফ জুটিই বেঁধে নিলেন দুজনে। গুঞ্জন বলছে, ম্যাচমেকার হিসেবে নাকি নিজেকে আরও একবার প্রমাণ করতে চলেছেন করণ জোহর। কার্তিক আরিয়ান ও ঈশান খট্টরের পর আর এক বলিউড অভিনেতায় মন মজেছে অনন্যা পান্ডের।
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রর দিওয়ালি পার্টি ছিল। হাজির হয়েছিলেন বলিউডের তারকারা। হাজির ছিলেন অনন্যাও। ক্যাটরিনা থেকে ভিকি, বরুণ থেকে নাতাশা– সবাই যখন ‘দুটিতে জুটিতে’ হয়ে হাজির হচ্ছেন ঠিক তখন অনন্যাও হাজির হলেন সেখানে। ঝলমলে পোশাকে তাঁর পাশে কাকে দেখা গেল জানেন? তিনি আদিত্য রায় কাপুর। এই আদিত্য রায় কাপুরই তাঁর বর্তমান ‘ক্রাশ’ এ কথা তো করণের শো-য়েই নিজ মুখে স্বীকার করেছিলেন অনন্যা। তবে কি ক্রাশ হয়ে গেলেন পার্টনার? জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুজনে হাসলেন, ক্যামেরার সামনে একসঙ্গে ছবিও তুললেন। নিন্দুকেরা বলছে, শুধু কি হাসাহাসি আর এক সঙ্গে ছবি? চুপিসারে কত কথা, কত চোখের ঈশারা দুজনের… তাই অনন্যার এই ‘ওনলি ক্রাশ’ তত্ত্ব মানতে নারাজ তাঁরা।
তবে শুধু এই পার্টিই নয়, করণ জোহরের পার্টিতেও একসঙ্গে নিজেদের মতো করে নাকি সময় কাটাতে দেখা গিয়েছিল অনন্যাকে। সে কথা ফাঁস করে দিয়েছেন করণ নিজেই। বেজায় অপ্রস্তুতে পড়েছিলেন অনন্যা। গোপন কথাটি যে গোপনে রাখতেই তিনি চান। কিছু মাস আগেই অনন্যার প্রথম বহুভাষিক ছবি ‘লাইগার’ মুক্তি পেয়েছিল। বিপরীতে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সে ছবি বক্স অফিসে সুপারফ্লপ হয়। যদিও হাতে বেশ কিছু ছবি রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল ২’। এ ছাড়াও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গেও একটি ছবি করবেন তিনি। অন্যদিকে আদিত্যর শেষ ছবি ‘রাষ্ট্র কবচ ওম’-ও ফ্লপ হয়েছে। ছবি ফ্লপ হলেই বা কী? ব্যক্তিগত জীবন এখন বেশ বর্ণময় তাঁদের।