Aneek Dhar: আবারও বাবা হচ্ছেন অনীক ধর, কত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী?

Aneek Dhar: টলিপাড়ায় একের পর এক খুশির খবর। রাজ চক্রবর্তীর পর সুখবর শোনালেন গায়ক অনীক ধরও।

Aneek Dhar: আবারও বাবা হচ্ছেন অনীক ধর, কত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী?
অনীক ধর।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 01, 2023 | 8:13 PM

টলিপাড়ায় একের পর এক খুশির খবর। রাজ চক্রবর্তীর পর সুখবর শোনালেন গায়ক অনীক ধরও। জানালেন দ্বিতীয় বার বাবা হচ্ছেন তিনি। এ দিন বিকেলে স্ত্রী ও মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমাদের দুই বলার সময় এসে গিয়েছে। সবার আশীর্বাদ চাইছি।” অনীকের স্ত্রী দেবলীনা সাত মাসের অন্তঃসত্ত্বা। ভালই আছেন তিনি। রয়েছেন পরিবারের সবার নজরে। এই মুহূর্তে সবাই তাঁকে আগলে রাখছেন। সামনেই অনুষ্ঠিত হবে সাধ। সুখবর হলেও এতদিন খবরটা সবার থেকে আড়ালেই রেখেছিলেন তিনি। অবশেষ সামনে এল খবর। খবর সামনে আসার পর থেকেই শুভেচ্ছা ফেটে পড়ছে সামাজিক মাধ্যমে। হবু অতিথিকে স্বাগত জানাচ্ছেন সকলেই।

প্রসঙ্গত, কিছু দিন আগেই এক ছবি শেয়ার করে রাজ জানিয়েছিলেন ইউভান দাদা হচ্ছে, তিনি এও জানান শুভশ্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।ডিসেম্বরে মা হবেন তিনি। তবে দেবলীনার মা হতে আর দেরি নেই। তাঁদের এক মেয়ে রয়েছে। মাত্র দু’মাসের মধ্যেই তিন থেকে চার হতে চলেছেন তাঁরা।