Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হলেন অনীক ধর, প্রকাশ্যে আনলেন সদ্যজাতের ছবি, শুভেচ্ছার বন্যা নেটপাড়ায়

Viral News: এবার তাঁদের কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, পুত্র সন্তানের জন্ম দিলেন দেবলীনা । স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশে এনেছিলেন অনীক আগেই। সোমবার তাঁদের ঘরে এল নতুন সদস্য।

Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হলেন অনীক ধর, প্রকাশ্যে আনলেন সদ্যজাতের ছবি, শুভেচ্ছার বন্যা নেটপাড়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 6:07 PM

সোমবার সোশ্যাল মিডিয়ার সুখবর শেয়ার করলেন গায়ক অনীক ধর। সারেগামাপা-এর মঞ্চ থেকে উঠে আসা এই গায়ক বর্তমানে টলিউডের বুকে প্রতিষ্ঠিত। একদিকে যেমন চুটিয়ে কাজ করছেন অনীক, অন্যদিকে তেমনই সংসার জীবনে একের পর এক ধাপ পেরচ্ছেন গায়ক। স্ত্রী দেবোলীলাকে নিয়ে দিব্যি কাটছে তাঁর সময়। রয়েছে তাঁদের এক পাঁচ বছরের কন্যা সন্তান, নাম আদ্যা। আর এবার তাঁদের কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, পুত্র সন্তানের জন্ম দিলেন দেবলীনা । স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশে এনেছিলেন অনীক আগেই। সোমবার তাঁদের ঘরে এল নতুন সদস্য। জানালেন দুজনেই বেশ সুস্থ আছে। হাসপাতাল থেকে শেয়ার করলেন একটি ছবি, যেখানে ফ্রেমে ধরা পড়ল সদ্যজাত-সহ দেবলীনা। পাশে দাঁড়িয়ে অনীক ও তাঁর মেয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেযার করে তিনি লিখলেন, ”আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্হ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।”

এই খবর সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে কমেন্ট বক্সে। সদ্য মেয়ে আদার ৫ বছরের জন্মদিন মহা ধুমধামে পালন করেন গায়ক।  প্রসঙ্গত মেয়ের জন্মদিনে টলি পাড়ার দল নেমেছিল অনীকের পার্টিতে। যেখানে অঙ্কুশ ঐন্দ্রিলা থেকে শুরু করে টেলি দুনিয়ার অভিনেতা-অভিনেত্রীরা সকলেই ছিলেন উপস্থিত। বেশ কিছু সংবাদ মাধ্যমের কর্মীদেরও নিমন্ত্রণ করেছিলেন অনীক। পাশাপাশি দেখা মিলেছিল নেতা মন্ত্রীদেরও। পরিবারের সেই আনন্দ উৎসবের রেশ কাটতে না কাটতেই আবারও হাসি ফুটল অনীক ও তাঁর স্ত্রীর মুখে। ছোট্ট আদ্যা হয়ে উঠল এবার বড় দিদি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক স্টার কমেন্ট বক্সে উপস্থিত অনীককে শুভেচ্ছা জানাতে।

View this post on Instagram

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)