Aneek Dhar: ‘আঙুল ছুঁয়েছে আঙুল’, দ্বিতীয় সন্তানের প্রথম ঝলক শেয়ার করলেন অনীক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 13, 2023 | 8:00 AM

Aneek Dhar:দিন দুয়েক আগেই বাবা হয়েছেন গায়ক অনীক ধর। এর আগে এক কন্যা সন্তান ছিলেন তিনি। এবার ঘরে এসেছে পুত্র সন্তান। দ্বিতীয় সন্তান আসার খুশি ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে।

Aneek Dhar: আঙুল ছুঁয়েছে আঙুল, দ্বিতীয় সন্তানের প্রথম ঝলক শেয়ার করলেন অনীক
দ্বিতীয় সন্তানের প্রথম ঝলক শেয়ার করলেন অনীক

Follow Us

 

দিন দুয়েক আগেই বাবা হয়েছেন গায়ক অনীক ধর। এর আগে এক কন্যা সন্তান ছিলেন তিনি। এবার ঘরে এসেছে পুত্র সন্তান। দ্বিতীয় সন্তান আসার খুশি ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। এবার শেয়ার করলেন সদ্যোজাতর ঝলক। বাবার হাত ধরে রেখেছে একরত্তি। আঙুল ছুঁয়েছে আঙুল। সেই ছবিই শেয়ার করে অনীক লিখেছেন, “তেরে জ্যায়সা ইয়ার কাহান’। এক বিখ্যাত গানের লাইন এটি। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে হলেও আসলে যে বন্ধুই তা আগে থেকেই টের পেয়েছেন তিনি। পোস্টে ভেসে এসেছে শুভেচ্ছার বন্যা। নতুন অতিথিকে নিয়ে ভাল থাকুন অনীক, ভাল থাকুক তাঁর পরিবার। এমনটাই যে চান সকলেই।”

এর আগে সন্তান আসার খবর শেয়ার করে হাসপাতাল থেকেই এক ছবি শেয়ার করেছিলেন তিনি। লিখেছিলেন, “আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্হ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।” পোস্টে মন্তব্য করেছিলেন হবু মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তিনি লেখেন, “খুব ভাল খবর। মা ও সন্তানকে জানাই অনেক শুভেচ্ছা।”

রিয়ালিটি শো থেকে উত্থান অনীক ধরের। মুম্বইয়ের রিয়ালিটি শো’য়েও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছিলেন প্রথমও। এর পর বাংলা ইন্ডাস্ট্রিতে বানিয়েছেন নিজের পরিচয়। সমানতালে চলছে গান গাওয়া। আপাতত পরিবারের জন্য বরাদ্দ তাঁর সময়। কাজ না হয় তোলা থাক দিন কয়েকের জন্য।

 

 

Next Article