মিউজিক ইন্ডাস্ট্রির লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুলে বিস্ফোরক অনুষ্কা শংকর

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 05, 2021 | 9:37 AM

Anoushka Shankar: লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে নিজের মতো করে লড়াই জারি রেখেছেন অনুষ্কা। কিন্তু তিনি মন করেন এর শিকড় অনেক গভীর।

মিউজিক ইন্ডাস্ট্রির লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুলে বিস্ফোরক অনুষ্কা শংকর
অনুষ্কা শংকর।

Follow Us

লিঙ্গ বৈষম্য। যে কোনও ইন্ডাস্ট্রির অতি পরিচিত ঘটনা। ইদানিং বিশ্ব সঙ্গীত জগতে লিঙ্গ বৈষম্য অত্যন্ত চর্চিত বিষয়। কেউ মনে করেন, এখনও অনেক পথ যাওয়া বাকি। কেউ আবার মনে করেন, অতীতের তুলনায় অনেক উন্নত হয়েছে পরিস্থিতি। এ বার তা নিয়ে মুখ খুললেন অনুষ্কা শংকর।

মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ঐতিহ্যের ধারক ও বাহক অনুষ্কা। সদ্য এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটার আসলে দুটো স্তর রয়েছে। প্রথম, লভ লেটার্স (অনুষ্কার অ্যালবাম)-এর কনটেন্ট অনুযায়ী সঙ্গীতজগতে আমার মহিলা সহকর্মীদের সঙ্গে কাজ করার আগ্রহ ছিল। দ্বিতীয়ত মন ভেঙে যাওয়ার দুঃখ বা হিংস্রতা সব ইমোশনেই মহিলা শিল্পীদের সঙ্গে নিজেকে বেশি একাত্ম অনুভব করেছি। তা ছাড়া আমার প্ল্যাটফর্মে আমি অনেক বেশি মহিলাদের সুযোগ দিতে চেয়েছিলাম। সে কারণেই ক্যামেরার সামনে শুধু নয়, ক্যামেরার পিছনের কাজের জন্যও বেশি করে মহিলা শিল্পীদের বাছাই করা হয়েছিল।”

লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে নিজের মতো করে লড়াই জারি রেখেছেন অনুষ্কা। কিন্তু তিনি মন করেন এর শিকড় অনেক গভীর। ফলে এর সমাধান তাঁর একার পক্ষে করা সম্ভব নয়। তাঁর কথায়, “বৈষম্য দূর করতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। শিক্ষা এবং বদলে দেওয়ার ক্ষমতা ব্যক্তির যেমন প্রয়োজন, তেমনই কাঠামোরও প্রয়োজন। তা না হলে শ্রেণী বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বর্ণ বৈষম্য অথবা এলজিবিটিকিউ নিয়ে আমরা যতই আলোচনা করি, কোনও লাভ হবে না।”

প্যানডেমিক মিউজক ইন্ডাস্ট্রির উপর কতটা প্রভাব ফেলেছে, এ সম্পর্কে অনুষ্কার কাছে জানতে চাওয়া হলে তিনি আগের এক সাক্ষাৎকারে বলেন, “গত শীতে ভারতে যখন বিভিন্ন উৎসব, অনুষ্ঠান হচ্ছে তখন ইংল্যান্ডে আমরা লকডাউনে ছিলাম। এখন এখানে আবার ধীরে ধীরে সব শুরু হচ্ছে। কিন্তু শিল্পী বা ছোট উদ্যোক্তাদের সত্যিই সাহায্য, সমর্থন প্রয়োজন।”

অনুষ্কা আরও জানান, ইংল্যান্ডে শিল্পীদের আলাদা করে কোনও গুরুত্ব দেওয়া হয় না। ভারতে এখনও সে গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে ভারতে আসতে চাইলেও পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না। তবে সুযোগ পেলেই ভারতে আসার জন্য প্রস্তুত তিনি। মিউজিক এবং দুই ছেলে ১০ বছরের জুবিন এবং ছয় বছরের মোহনকে নিয়েই সময় কাটছে অনুষ্কার।

আরও পড়ুন, গত আড়াই বছরে বিশেষ একটি জিনিস মিস করেছেন, জন্মদিনে জানালেন কাজল

Next Article