অমিত কুমার, কুমার শানুর পর বিশেষ বিচারকের আসনে রিয়ালিটি শো ইণ্ডিয়ান আইডলের মঞ্চে আমন্ত্রণ করা হয়েছিল সঙ্গীতশিল্পী অনুরাধা পড়ওয়ালকে। টাকার জন্য প্রশংসা নাকি মন থেকে? অনুরাধাকে প্রশ্ন করতে মুখ খুললেন তিনি।
দিন কয়েক আগেই দর্শকের প্রবল সমালোচনার মুখে পড়েছিল হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো’টি (indian idol) কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। সেই পর্বে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার পরে জানান, টাকার জন্য বাধ্য হয়ে চ্যানেলের কথা অনুযায়ী গান ভাল না লাগলেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করেছিলেন।
অনুরাধাও কি সেই দলে? সংবাদমাধ্যমের সেই প্রশ্নের উত্তরে অনুরাধা বলেন, “আমার তো প্রতিযোগীদের বেশ ভালই মনে হয়েছে। ওঁদের প্রত্যেকের মধ্যেই ট্যালেন্ট রয়েছে।” পাশাপাশি অমিত কুমারের সরাসরি নাম উল্লেখ না করে পরোক্ষে অনুরাধা বলেন, “যদি তাঁদের ট্যালেন্ট নিয়ে কেউ প্রশ্ন তুলে থাকেন, আমি অবাক হচ্ছি। বাচ্চা বাচ্চা প্রতিযোগীরা বেশ ভালই গান গেয়েছে; আমি তো অবাক।”
আরও পড়ুন- প্রতিযোগীদের প্রশংসা কি মন থেকে নাকি চাপে পড়ে? শানুকে প্রশ্ন আদিত্যর
এর আগে প্রতিযোগীদের পাশাপাশি কিশোর কুমারের গান গাওয়ার জন্য দর্শকের সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ইন্ডিয়ান আইডলের দুই বিচারক হিমেশ রেশমিয়া এবং নেহা কক্করও। সেই বিতর্কের রেশ এখনও অব্যাহত।