Anushka-Virat: লাল সালোয়ারে ফের উঁকি দিল অনুষ্কার বেবি বাম্প; গুড নিউজ় কবে?
Anushka-Virat: বেঙ্গালুরুতে ম্যাচের সময় অনুষ্কার কালো পোশাক দেখে মনে হয়েছে সুখবর আসতে আর দেরি নেই। যদিও ঘনিষ্ঠমহল জানাচ্ছে, প্রেগন্যান্সির ঘোষণা নয়, এক্কেবারে সন্তান জন্মের খবরই জানাবেন দুই তারকা। ফের দীপাবলীর পার্টিতে অনুষ্কাকে দেখে মনে হতে শুরু করেছে, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা একেবারেই ভুল নয়।

ফের প্রকাশ্যে এল অনুষ্কা শর্মার বেবি বাম। স্বামী বিরাট কোহলির সঙ্গে একটি দীপাবলির পার্টিতে গিয়েছিলেন অনুষ্কা। লাল রঙের সালোয়ার কুর্তা পরেছিলেন অভিনেত্রী-প্রযোজক। ঢিলেঢালা পোশাকের আড়ালে লুকিয়ে ছিল বেবিবাম্প। যা হাজার চেষ্টাতেও লুকানো যায়নি। খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা। এ কথা আর বলার অপেক্ষা রাখে না…
২০১৭ সালে ইতালিতে বিয়ে করেছিলেন অনুষ্কা এবং বিরাট। তাঁদের বিয়েতে নিকট আত্মীয় এবং কিছু বন্ধু-বান্ধব ছাড়া নিমন্ত্রিত ছিলেন না আর কেউ। বিয়ের আগে বেশ কয়েকদিন সম্পর্কে ছিলেন বিরাট-অনুষ্কা। ২০২০ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান কন্যা ভামিকা। এখনও পর্যন্ত ভামিকার চেহারা বিশ্ববাসী দেখেনি। তার বাবা-মা তাঁকে লুকিয়ে রেখেছেন সকলের থেকে। তারকা দম্পতির সাফ বক্তব্য, ছোট্ট বয়সে লাইমলাইটে চলে আসলে শৈশব নষ্ট হয়ে যেতে পারে ছোট্ট ভামিকার।
২০২৩ সালে ফের জানা যায় অনুষ্কা অন্তঃসত্ত্বা। প্রথমে বিরাট-অনুষ্কাকে মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা যায়। বিশ্বকাপের ম্যাচের প্রস্তুতি চলাকালীন জরুরি বিমানে মুম্বাই চলে এসেছিলেন বিরাট। জানিয়েছিলেন, কারণ ‘ব্যক্তিগত’। করওয়া চৌথে অন্তঃসত্ত্বা স্ত্রীকে উপোস করতে দেননি বিরাট। বরং তিনি করেছিলেন উপোস এবং থালা সাজিয়ে খাবার রেখেছিলেন অনুষ্কার সামনে। ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের সময় অনুষ্কার পোশাক দেখে অনেকের সন্দেহ হয়েছিল তিনি অন্তঃসত্ত্বা।
তারপর বেঙ্গালুরুতে ম্যাচের সময় অনুষ্কার কালো পোশাক দেখে মনে হয়েছে সুখবর আসতে আর দেরি নেই। যদিও ঘনিষ্ঠমহল জানাচ্ছে, প্রেগন্যান্সির ঘোষণা নয়, এক্কেবারে সন্তান জন্মের খবরই জানাবেন দুই তারকা। ফের দীপাবলীর পার্টিতে অনুষ্কাকে দেখে মনে হতে শুরু করেছে, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা একেবারেই ভুল নয়।
