A.R Rahman: রহমানের কনসার্টে চরম বিশৃঙ্খলা, অভিযোগের বন্যার মাঝে মুখ খুললেন গায়ক
Viral News: ঝড়ের গতিতে ভাইরাল হয় একেকটি পোস্ট। যেখানে এই কনসার্টে যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছিল তা দর্শকদের বারবার সমস্যার মুখে ফেলে দেয়।
এ আর রাহমান, যাঁর মিউজিক দর্শক মনে বরাবর গভীর প্রভাব ফেলে এসেছে। তাই মোটা টাকা দিয়ে তাঁর কনসার্টের সাক্ষী থাকতে চান বহু শ্রোতা। টাকা যেন এক্ষেত্রে কোনও মূল্যই রাখে না তাঁদের কাছে। কোনওভাবে ঘন্টাখানেকের জন্য একটা ঠাঁই পেলেই হল, তারপর বিভোর হয়ে ভেসে যাওয়া রহমানের মিউজিক। এমনটা ভেবেই সম্প্রতি মোটা মোটা টাকায় টিকিট ক্রয় করেছিলেন রহমানের ভক্তরা। রবিবার চেন্নাইতে ছিল তাঁরই কনসার্ট। কিন্তু কনসার্ট শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হতে শুরু করল অন্য ছবি। মানুষের মাঝে ধস্তাধস্তি, চোখে জল, চাপা পড়ে প্যানিক অ্যাটাক, আর কনসার্টে ঢুকতে না পারার আর্তনাদ।
Stampede like situation happening in #ARRahman concert.
Many are being sent out from concert.
Many aren’t allowed inside despite having passes.
All price category pass holders are mixed without segregating them to their respective pass category.
Parking is also a major… pic.twitter.com/qLmZRHbYZl
— Manobala Vijayabalan (@ManobalaV) September 10, 2023
সোশ্যাল মিডিয়ায় পলকে ভাইরাল হয়ে গেল সেই ছবি। এককথায় রে রে করে উঠলে ভক্তরা। কনসার্টের ব্যবস্থাপনা এতটাই খারাপ ছিল যে মোটা টাকা দিয়ে টিকিট কেনা শ্রোতারা-ভক্তরা বসার জায়গাটুকু পায়নি। গান শোনা তো দূরের কথা, ধস্তাধস্তিতেই প্রাণ ওষ্ঠাগত। উপচে পড়া ভিড়ে প্যানিক অ্যাটাক দেখা দেয় একাধিক মানুষের মধ্যে। যার ফলে স্থির হয়ে গান শোনার কোনও অবকাশে ছিল না। কেউ কেউ লিখলেন কোনওভাবে প্রাণ হাতে বেড়িয়ে আসার চেষ্টা করেন তাঁরা। কারওর কথায় আবার রহমান তাঁর ৩০ বছরের ভক্তদের হারালেন। আরও এক ভক্ত লিখলেন, ‘আজ আমার মধ্যে এক ৩০ বছরের ভক্তর মৃত্যু ঘটল’।
#ARRahman AR Rahman’s concert tonight was the most traumatic event I’ve ever been to.THOUSANDS of people WITH tickets were being sent out, not allowed to enter because thousands of TICKETS WERE OVERSOLD. There was nobody to direct anyone,the ticket booth was abandoned. pic.twitter.com/dgZ9mmiCbt
— Kamya Menon (@water_menon) September 10, 2023
ঝড়ের গতিতে ভাইরাল হয় একেকটি পোস্ট। যেখানে এই কনসার্টে যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছিল তা দর্শকদের বারবার সমস্যার মুখে ফেলে দেয়। যদিও রাত পোহাতেই এই প্রসঙ্গে মুখ খুললেন এ.আর রহমান, সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘প্রিয় চেন্নাই, যাঁরা টিকিট কেটেছিলেন, কিন্তু দুর্ভাগ্য বশত অপৃতিকর পরিস্থিতির জন্য প্রবেশ করতে পারেননি কনসার্টে, তাঁরা দয়া করে টিকিটের একটি ছবি শেয়ার করবেন arr4chennai@btos.in এই ওয়েবসাইটে। সঙ্গে অভিযোগও জানাবেন। আমাদের টিম যোগাযোগ করে নেবে আপনাদের সঙ্গে। ‘ তবে যে সংস্থা থেকে এই কনসার্ট আয়োজন করা হয়েছিল তাদের তরফ থেকে এর জবাব দিহি দাবি করেছে ভক্তরা। কেউ লিখলেন আর কোনদিন এ আর রহমানের কনসার্ট দেখতে যাবেন না, কেউ আবার প্রশ্ন তুললেন এই সমস্যার জন্য দায়ী কে? সব মিলিয়ে এ.আর রহমানের কনসার্ট ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এই জনপ্রিয় গীতিকার সুরকারের কেরিয়ারের এক অন্য ছবি তুলে ধরল, অতীতে যার সাক্ষী থাকেননি তিনি।
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023