ভারতীয় বিনোদন জগতে তিন দশকেরও বেশ সময় কাটিয়ে দিয়েছেন এ আর রহমান। কেবল দক্ষিণ ভারত নয়, ভারতীয় কিংবা বলিউড নয়, এ আর রহমান আন্তর্জাতিক মানের এক শিল্পী, যাঁর কদর করেন প্রথম বিশ্বের প্রত্যেকটি দেশ। আর কদর করেন বলেই এ আর রহমানের নামে আস্ত একটি রাস্তার নামকরণ হয়েছে কানাডার শহর মারখামে। যাঁর সঙ্গীত ছবির ক্ষেত্রে এক বাড়তি মাইলেজ। তাঁর কনসার্ট মানেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। তবে পুনে কনসার্টে যা ঘটে তাঁর সঙ্গে, রাত পোহালেও ভক্তরা যেন মানতে পারছেন না। শেষ রবিবার অর্থাৎ ৩০ এপ্রিল সন্ধ্যায় সকলের মন মাতিয়ে গান ধরেন এ.আর.রহমান। তবে একটা সময়ের পর হঠাৎই মঞ্চে উঠে পড়েন এক পুলিশ অফিসার। মঞ্চে উঠে তিনি দস্তুর মতো গান থামিয়ে দিলেন গান। সেই ভিডিয়ো বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল।
অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ঠিক রাত ১০টায় শো শেষ করার কথা ছিল। কিন্তু সময় মতো তা শেষ না করার ফলে তিনি মঞ্চে উঠে গায়ক ও সংস্থাকে নির্দেশ দেন শো শেষ করার জন্য। যদিও পুলিশের হস্থক্ষেপে বিন্দুমাত্র গোলযোগ সৃষ্টি হয়নি। সময় মতই শো থামিয়ে দিলেন এ.আর.রহমান।
I’m very disappoint as fan of great legend AR Rahman. Never expected this from Pune police….#DisRespectOfARRahman@PuneCityPolice @cppunecity @arrahman pic.twitter.com/GCf92dge4N
— Rakshitanagar ?? (@rakshitanagar28) May 2, 2023
সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশের সর্বত্রই এই নিয়ম বহাল। রাত ১০টার মধ্যে বন্ধ করে দিতে হবে যে কোনও অডিয়ো শো, যা প্রকাশ্যে হচ্ছে। আর এই নিয়মের উর্দ্ধে কেউ নন। তাই বন্ধ করা হল এ আর রহমানের শো। তাই তাঁকেও নির্দিষ্ট সময়ের পর থামতে হয়েছিল।
Okay he was strict in his rules, But this was not the way he should’ve handled it. They could’ve atleast contacted the backstage org , Producer or show manager…stage manners ? Planned politricks from pune police #DisRespectOfARRahman #ARRisOurPride pic.twitter.com/HCK5nwFUJC
— A.R.Rahman Loops (@ARRahmanLoops) May 2, 2023
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। যার জের এখনও বর্তমান সোশ্যাল মিডিয়ার পাতায়। পুলিশ পুলিশের কাজ করেছে, প্রাথমিক প্রতিক্রিয়া এই হলেও, পরবর্তীতে ভক্তরা রীতিমত প্রতিবাদ জানায় এই আচরণের। তিনি সবে মাত্র দিল সে… গানটি গাইতে যাচ্ছিলেন, এমন সময়ই তাকে থামতে হয়েছিল। এরপরই রে রে করে ওঠে সোশ্যাল মিডিয়া। কেউ লিখলেন, আমরা আপনার সঙ্গে রয়েছি, কেউ লিখলেন, হয়তো উনি ঠিক, তবে এইভাবে বিষয়টা উপস্থাপনা করা উচিত হয়নি। তাঁদের ব্যাকস্টেজে আয়োজককারীদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। কারও আবার অভিমানের পোস্ট, পুনে পুলিশের থেকে এটা আশা করা যায় না।
We are with you Thalaivaa @arrahman ❤️#DisRespectOfARRahman pic.twitter.com/7LFTNW1OJW
— ARRforLife (@arr_for_life) May 2, 2023