AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

A.R. Rahman Son: ভেঙে পড়ে ঝাড়বাতি, ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন এ.আর.রহমানের ছেলে

Accident: গায়কের এর সঙ্গে গোটা সেটের একটি ছবিও শেয়ার করেন। যা দেখা মাত্রই অবাক সকলে। এতবড় সেটটা ভেঙে পড়েছে স্টেজে।

A.R. Rahman Son: ভেঙে পড়ে ঝাড়বাতি, ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন এ.আর.রহমানের ছেলে
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 12:32 PM
Share

বড় ধাক্কা সামলে উঠলেন সঙ্গীত পরিচালক এআর রহমানের ছেলে এআর আমিন। সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিবরণ দিয়ে এআর আমিন লেখেন ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে। শুটিং চলছিল গানের। সেই সময়ই ঘটে বিপত্তি। মাথার উপর খুলে পড়ে আস্ত একটা গোটা ঝাড়ের চাদর। মুহূর্তে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এআর আমিনকে। যদিও সমস্ত ঘটনাটাতে ভীষণ ভাবে মানসিক ধাক্কা পেয়েছেন তিনি। আমির একটি গানের শুট চলছিল, তখনই আচমকাই ঘটে এই বিপত্তি। তবে তেমন কোনও আঘাত পাননি গায়ক শরীরে।

সোশ্যাল মিডিয়ায় গায়ক লিখলেন, ‘‘তিন দিন আগে দুর্ঘটনার মুখোমুখি আমি। এখন ভাল আছি। তাই ঈশ্বর, মা-বাবা-শুভানুধ্যায়ীদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। একেবারে মাঝ মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি, এমন সময় হঠাৎ ঝুলন্ত তিনটি ঝাড়বাতি সমেত গোটা ক্রেনটা ভেঙে পড়ে। একটু এ দিক ও দিক হলে এখন হয়তো অন্য রকম কিছু হত। এই গোটা ঘটনার শক থেকে এখনও বেরোতে পারিনি আমি।’’

View this post on Instagram

A post shared by “A.R.Ameen” (@arrameen)

গায়কের এর সঙ্গে গোটা সেটের একটি ছবিও শেয়ার করেন। যা দেখা মাত্রই অবাক সকলে। এতবড় সেটটা ভেঙে পড়েছে স্টেজে। ছবি দেখে ও পোস্ট পড়া মাত্রই উদ্বেগ বাড়ে ভক্তদের মনে। সকলেই তিনি কেমন আছেন তা জানতে চেয়ে উদ্বেগ প্রকাশ করেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় খবর। যদিও তিনি এখন ভাল আছেন বলেই জানান। এই প্রসঙ্গে যদিও এভেন্ট সংস্থা মুখ খোলেননি। এআর রহমানের ভক্তরাও বিচলিত হন এই খবর সামনে আসার পর। ছবিতে স্পষ্ট দেখা যায় গোটা ক্রেন পড়ে রয়েছে স্টেজের ওপর। যদি কোনও ক্রমে তা শরীরের কোনও অংশে লাগত, তবে অনেক বড় কোনও অঘটন ঘটতে পারত, তা দেখাই যায়।