Rajkummar-Patralekhaa Pregnant: বাবা হতে চলেছেন রাজকুমার রাও? তাঁর ঘরে রাজপুত্র-রাজকুমারীর অপেক্ষা?

Celebs Pregnant: রাজকুমার-পত্রলেখা 'পাটান' দেখতে গিয়েছিলেন মুম্বইয়ের একটি সিনেমা হলে। সেখানেই পত্রলেখার ঢিলেঢালা পোশাক দেখে অনেকের অনুমান যে, 'গুড নিউজ়' আসছে।

Rajkummar-Patralekhaa Pregnant: বাবা হতে চলেছেন রাজকুমার রাও? তাঁর ঘরে রাজপুত্র-রাজকুমারীর অপেক্ষা?
রাজকুমার এবং পত্রলেখা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2023 | 4:14 PM

৬ নভেম্বর জন্ম নিয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রথম সন্তান রাহা কাপুর। তারপর থেকে বলিউডের আর কোনও সিনেমার তারকার প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আসেনি। এবার মনে হয় ‘গুড নিউজ়’ দিতে চলেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। গত বছর বিয়ে করেছেন এই তারকা যুগল। অনেক বছরের প্রেম ছিল তাঁদের। তারপর চণ্ডীগড়ে সকলের অলক্ষ্যে সাত পাকে বাঁধা পড়েন এই দুই তারকা দম্পতি। এবার তাঁদের ঘরেও আলো করে আসতে চলেছে ছোট্ট রাজকন্যা কিংবা রাজপুত্র। রাজকুমারের অভিনেত্রী স্ত্রীকে দেখে তেমনটাই অনুমান করেছেন নেটিজ়েন এবং পাপারাৎজ়িরা।

নিজেদের সম্পর্ক স্বীকার করেছিলেন বটে, কিন্তু কবে বিয়ে করছেন, কত তারিখে করছেন, আদৌ করছেন কি না, তা নিয়ে কোনওদিনও একবারের জন্যেও মুখ খোলেননি রাজকুমার-পত্রলেখা। কেবল বিয়ের পর নিজ-নিজ ইনস্টাগ্রাম থেকে ছবি শেয়ার করেছিলেন। ফলে সন্তান জন্মের খবর যে তাঁরা লুকিয়েই রাখবেন গোড়া থেকে, তা অনুমান করাই যায়। তবে এ ব্যাপারটা কিছুটা হলেও আন্দাজ করা যায়। যেমনটা এখন করা হচ্ছে।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। আমজনতার মতো তারকারাও সিনেমা হলে দেখতে যাচ্ছেন এই ছবি। রাজকুমার-পত্রলেখা ‘পাটান’ দেখতে গিয়েছিলেন মুম্বইয়ের একটি সিনেমা হলে। সেখানেই পত্রলেখার ঢিলেঢালা পোশাক দেখে অনেকের অনুমান, অভিনেত্রী অন্তঃসত্ত্বা, বাবা হতে চলেছেন রাজকুমার। যদিও এই নিয়ে একটি বাক্যও খরচ করেননি রাজকুমার কিংবা তাঁর স্ত্রী। তাঁদের ব্যক্তিজীবন সম্পর্কেও হয়তো জানা যাবে, তবে ক্রমশ প্রকাশ্য।