Bollywood Gossip: বিয়ের তিন বছরের মধ্যেই ভাঙছে সংসার! নেহা-রোহনের বিচ্ছেদ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 08, 2023 | 4:03 PM

Bollywood Gossip: তাঁদের প্রেম এতদিন পর্যন্ত ছিল 'টক অব দ্য টাউন'। রিয়ালিটি শো'র মঞ্চে এসে তাঁদের 'পিডিএ' (পাব্লিক ডিসপ্লে অব অ্যাফেকশন' নিয়ে কম কথা হয়নি। এ হেন রোহনপ্রীত সিং ও নেহা কক্কর কি বিচ্ছেদের পথে? এই জল্পনাই এখন তুঙ্গে।

Bollywood Gossip: বিয়ের তিন বছরের মধ্যেই ভাঙছে সংসার! নেহা-রোহনের বিচ্ছেদ?
নেহা-রোহনের বিচ্ছেদ?

Follow Us

 

তাঁদের প্রেম এতদিন পর্যন্ত ছিল ‘টক অব দ্য টাউন’। রিয়ালিটি শো’র মঞ্চে এসে তাঁদের ‘পিডিএ’ (পাব্লিক ডিসপ্লে অব অ্যাফেকশন’ নিয়ে কম কথা হয়নি। এ হেন রোহনপ্রীত সিং ও নেহা কক্কর কি বিচ্ছেদের পথে? এই জল্পনাই এখন তুঙ্গে। কী এমন হল যে এমন প্রেমিক জুটিকে নিয়ে এ হেন গুঞ্জন? গত ৬জুন ছিল নেহা কক্করের জন্মদিন। নেহার জন্মদিন আর রোহন সামাজিক মাধ্যমে তা নিয়ে কিছু লিখবেন না, তা কী করে হয়? নেটিজেন থেকে ভক্ত– সকলেই তাকিয়ে ছিলেন নেহার ‘রোহু’র শুভেচ্ছা বার্তার দিকে। কিন্তু এ কী! ওইদিন নেহাকে নিয়ে কোনও পোস্ট করেননি রোহন।

এখানেই কিন্তু শেষ নয়, বাড়ির সবচেয়ে আদরের সদস্যের জন্য আয়োজন করা হয়েছিল এক পার্টির। সেখানে হাজির ছিলেন কক্কর পরিবারের সকলেই। নেহার বাবা-মা-দাদা-দিদি সবাই থাকলেও হাজির ছিলেন না রোহনপ্রীত। অন্তত নেহা যে ছবি পোস্ট করেছেন তাতে কোথাও দেখা যায়নি রোহনের উপস্থিতি। কোথায় গেলেন তিনি? কেন স্ত্রীয়ের জন্মদিন তাঁকে ছাড়াই এভাবে উদযাপিত হল? প্রশ্ন হাজারও, উত্তর যদিও অজানা।

তবে অনেকেই বলছেন, এ নাকি নেহার ‘পাব্লিসিটি স্টান্ট’। অতীতে খবরের শিরোনামে থাকার কারণে নানা ধরনের ‘ট্রিক’ নিতে দেখা গিয়েছে তাঁকে। এই যেমন আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে তৈরি হয়েছিল হাইপ, পরে যদিও জানা যায়, যা রটেছে তা সত্যি নয়। টিআরপির কারণেই এমনটা রটানো হয়েছে। এখানেই শেষ নয়, বিয়ের পর নেহা ও রোহনের একটি গান মুক্তি পায়, সেই গানে নেহা ছিলেন অন্তঃসত্ত্বা। যাতে গানের প্রচার পাওয়া যায়, সেই কারণে নিজেই নকল বেবিবাম্পের ছবি পোস্ট করেছিলেন নেহা। প্রথমে অনেকেই ভেবেছিলেন, তিনি বুঝি সত্যি মা হতে চলেছেন, পরে যদিও পরিষ্কার হয়ে যায় সবটাই। এ ক্ষেত্রেও এমন কোনও কারণ রয়েছে কিনা, সে প্রশ্নও উঠেছে। যদিও নেহা বা রোহন কেউই এই নিয়ে কোনও মুখ খোলেননি।

Next Article