এস এস রাজামৌলীর ব্লকবাস্টার ‘বাহুবলী’র দুটি ছবিতেই অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং অনুষ্কা শেট্টি। তারও আগে থেকে তাঁদের বন্ধুত্ব। তবে ‘বাহুবলী’ ছবি দুটির শুটিং চলাকালীন তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শিরোনামে উঠে আসে সেই প্রেম সংক্রান্ত নানা তথ্য। তারপর গুঞ্জন থেমে যায়। ‘আদিপুরুষ’ ছবির শুটিংয়ের সময় প্রভাসের সঙ্গে গুঞ্জন রটে অভিনেত্রী কৃতি শ্যাননের। যদিও কৃতি সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবী করেছেন।
তাঁদের সম্পর্ক নিয়ে কোনওদিনই তেমন কথা বলেননি প্রভাস এবং অনুষ্কা শেট্টি। যদিও অনুরাগীদের তাঁদের জুটি বরাবরই বেশ পছন্দ। অনেকে চান, বিয়ে করে সংসারী হয়ে উঠুন প্রভাস-অনুষ্কা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তাঁদের বিয়েও দেওয়া হয়েছিল। তবে সম্পর্ক নিয়ে অনুষ্কা-প্রভাস এ কথা বলেছেন যে, তাঁরা কেবলই ‘ভাল বন্ধু’।
কেবল ‘ভাল বন্ধু’! এই তকমা আর পছন্দ করছেন না প্রভাস-অনুষ্কার পরিবারের সদস্যদের। তাঁরা চাইছেন সম্পর্কের গভীরতা বাড়ুক। বাস্তবেও ভালবাসার সম্পর্ক তৈরি হোক এই দুই তারকার মধ্যে। তাঁরা চাইছেন প্রভাস এবং অনুষ্কা বিয়ে করুন। প্রভাসের পরিবারের আবার অনুষ্কাকে পুত্রবধূ হিসেবে দারুণ পছন্দও। যদিও বিয়ে নিয়ে কোনওরকম মাথা ব্যথা নেই দুই তারকার। আপাতত ‘ভাল বন্ধু’ হয়েই থাকতে চান দুই তারকা।