Shehnaaz Gill: এই গায়কের সঙ্গেই কি নতুন জীবন শুরু করছেন শেহনাজ গিল?
Shehnaaz Gill: প্রসঙ্গত, সিদ্ধার্থের মৃত্যুর পর শুধুমাত্র যে গুরুর সঙ্গেই শেহনাজের নাম জড়িয়েছে এমনটা কিন্তু নয়। এর আগে তাঁর নাম জড়ায় আরও এক সহঅভিনেতার সঙ্গে।
সবাই ভালবাসেন তাঁকে, আখ্যা পেয়েছেন ‘ভারতের ক্রাশ’ হিসেবেও। এ হেন শেহনাজ গিলই এবার ট্রোলের শিকার। অন্য পুরুষের সঙ্গে তাঁর ‘মাখামাখি’ মোটেও ভাল চোখ নিলেন না সিডনাজ ভক্তরা। প্রশ্ন, ‘শেহনাজ কি তবে সিদ্ধার্থকে ভুলে গেলেন’? কে এই পুরুষ যার ও শেহনাজ গিলের সম্পর্ক নিয়ে হচ্ছে বিস্তর জলঘোলা? তিনি আর কেউ নন, গায়ক গুরু রান্ধওয়া। সম্প্রতি তাঁর ও শেহনাজ গিলের এক মিউজিক ভিডিয়ো মুক্তি পেয়েছে, নেটিজেনদের জল্পনা ওই মিউজিক ভিডিয়ো শুট করতে গিয়েই বাকি বেশ কাছাকাছি চলে এসেছেন দুজনের। তাঁদের মধ্যে এযাবৎ কোনও প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কিনা তা যদিও জল্পনা, তবে বন্ধুত্ব যে বেশ গাঢ় হয়েছে সে প্রমাণ মিলেছে যথেষ্ট। রোম্যান্সের জল্পনা গাঢ় হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োর কারণে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, জানলা দিয়ে একসঙ্গে সূর্যাস্ত দেখছেন ওঁরা দুজনে। শুধু যে সূর্যাস্ত দেখছেন এমনটা কিন্তু নয়, দুজনের মধ্যে ক্রমাগত চলছে খুনসুটি ও হালকা আদর। যা দেখেই মন্তব্য এসেছে নেতিবাচক। যদিও অনেকে আবার শেহনাজের পক্ষ নিয়েও মন্তব্য করেছেন। সিদ্ধার্থ শুক্লা চলে গিয়েছেন প্রায় দেড় বছর। তাঁদের পাল্টা প্রশ্ন, এই দেড় বছরে যদি অন্য কোনও পুরুষ শেহনাজের জীবনে আসেনও, তবে ক্ষতি কী?
প্রসঙ্গত, সিদ্ধার্থের মৃত্যুর পর শুধুমাত্র যে গুরুর সঙ্গেই শেহনাজের নাম জড়িয়েছে এমনটা কিন্তু নয়। এর আগে তাঁর নাম জড়ায় আরও এক সহঅভিনেতার সঙ্গে। তিনি রাঘব জুয়াল। যে ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছে শেহনাজ গিল ওই ছবিতেই তাঁর সহঅভিনেতা রাঘব। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাঘবের সঙ্গেই নাকি রোম্যান্স ঘন হয়েছে তাঁর। এমনকি তাঁর একসঙ্গে চুপিসারে ঘুরতেও গিয়েছেন বলে শোনা যায়। এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। দুজন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও। সম্প্রতি এক সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও কিন্তু ওই পুরস্কার তিনি নিবেদন করেছিলেন সিদ্ধার্থের স্মৃতির উদ্দেশে। ঘনিষ্ঠদের মতে সিদ্ধার্থের স্মৃতি নিয়েই দিন যাপন হয় শেহনাজের। গুরু তাঁর বন্ধু ছাড়া কিছুই নয়।
View this post on Instagram