Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Singh: হঠাৎই রেগে গেলেন অরিজিৎ সিং, ধমক দিয়ে প্রশ্ন, ‘কত বয়স’?

Arijit Singh:এমনিতে মুখে 'রা' নেই তাঁর। অন্তত এমনটাই দাবি করেন, তাঁর ঘনিষ্ঠ বৃত্ত। তিনি অর্থাৎ অরিজিৎ সিং। যাকে তামাম দুনিয়া তকমা দিয়েছে দিলদরিয়ার। এ হেন অরিজিৎই এবার গেলেন রেগে? কিন্তু কেন? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে গাড়ি করে গন্তব্যে যাচ্ছেন অরিজিৎ।

Arijit Singh: হঠাৎই রেগে গেলেন অরিজিৎ সিং, ধমক দিয়ে প্রশ্ন, 'কত বয়স'?
সেই অরিজিৎ সিং বিভিন্ন অনুষ্ঠানেও অংশ গ্রহণ করে থাকেন। তিনিও বাদ পড়েন না বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 8:38 AM

এমনিতে মুখে ‘রা’ নেই তাঁর। অন্তত এমনটাই দাবি করেন, তাঁর ঘনিষ্ঠ বৃত্ত। তিনি অর্থাৎ অরিজিৎ সিং। যাকে তামাম দুনিয়া তকমা দিয়েছে দিলদরিয়ার। এ হেন অরিজিৎই এবার গেলেন রেগে? কিন্তু কেন? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে গাড়ি করে গন্তব্যে যাচ্ছেন অরিজিৎ। কিন্তু মাঝরাস্তায় হঠাৎই গাড়ি দাঁড় করাতে বাধ্য হন তিনি। গাড়ির মধ্যে থেকেই কাচ নামিয়ে অপর প্রান্তের ব্যক্তিকে জিজ্ঞসা করেন, “কত বয়স তোমার?’ সে উত্তর দেয়, ২২ বছর। এর পরেই রীতিমতো বকতে শুরু করেন অরিজিৎ। আসলে অরিজিৎ যখন যাচ্ছিলেন গাড়িতে করে ওই যুবক পিছু নিয়েছিলেন তাঁর। অরিজিতের দৃষ্টি আকর্ষণ করার জন্য বারংবার জোরে জোরে হর্ন বাজাতে থাকেন তিনি, যা একেবারেই পছন্দ হয়নি অরিজিতের।

এ হেন ব্যবহার মোটেও মেনে না নিয়ে তিনি ওই ব্যক্তিকে বলেন, “তোমরা তো অ্যাডাল্ট?কতবার হর্ন বাজিয়েছে? আমার সঙ্গে দেখা করবে বলে তো বাকিদের অত্যাচার করছ।” ওই ভক্তের উদ্দেশে তিনি একরাশ বিরক্তি উগরে দিয়ে ফের বলেন, “বি তুলবে তো, তোলো তোলো। ছবির জন্যই তো এতকিছু করছিলে। ছবি তোলো, কিন্তু হর্নটা বাজিও না। যেতে দাও।” নেটিজেনরা কিন্তু অরিজিতের পাশেই। একজন লিখেছেন, “ওঁদেরও ব্যক্তিগত জীবন থাকে সেটা বোঝা উচিৎ। এভাবেই বিরক্ত করলে রাগ হওয়া স্বাভাবিক।” প্রসঙ্গত, দু’দিন আগেই ভারত-প্যাক ম্যাচে পারফর্ম করেছিলেন অরিজিৎ। ম্যাচ চলাকালীন অনুষ্কা শর্মার ছবি তুলতেও দেখা যায় তাঁকে। বিরাটকে বলেন, “আই লাভ ইউ”।