অরিজিৎ সিং– গোটা বিশ্ব তাঁকে এক নামে চেনে। অথচ এই নাম তো একদিনে তৈরি হয়নি। এর নেপথ্যে রয়েছে পরিশ্রম, ব্যর্থতা এবং অধ্যবসায়। হঠাৎই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে হাউহাউ করে অঝোর ধারায় কেঁদে চলেছেন অরিজিৎ। কষ্ট যেন বাঁধ মানছে না তাঁর। কিন্তু কেন? ভিডিয়োটি ২০০৫ সালে। ওই বছরই এক রিয়ালিটি শো’য়ে অংশ নিয়েছিলেন তিনি। তবে শো’র শুরুর দিকেই তা থেকে বাদ পড়েন অরিজিৎ। শেষ দিনে মন খারাপ ছিল শো’র তিন বিচারক শঙ্কর মহাদেবন, জাভেদ আখতার ও কেকে’র। এত তাড়াতাড়ি বাদ পড়ে যাবেন অরিজিৎ ভাবতে পারেননি কেউ-ই। শুধু কি তাই, ওই শো’য়ে তাঁর বাকি মেন্টররাও স্বীকার করে নিয়েছিলেন, জনগণের ভোটে অরিজিতের এই তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যেন তাঁদেরই পরাজয়। এই কথা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি অরিজিৎ। চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে তাঁর। তবে এ সবের মধ্যে জাভেদ আখতার তাঁকে যা বলেছিলেন তা যেন সারাজীবনের জন্য সঞ্চয় হয়ে ওঠে অরিজিতের কাছে। জাভেদ আখতার অরিজিৎকে উদ্দেশ্য করে বলেন, ” মনে হচ্ছে যেন তুমি হারতেই চেয়েছিলে। যদি নিজেই জিততে না চাও, তাহলে এই জীবন তোমায় জিততে দেবে না। নিজের মধ্যে সাহস বাঁচিয়ে রাখ, সব ঠিক হবে।”
এর পরের গল্পটা সকলেরই জানা। অরিজিতের একটা লম্বা স্ট্রাগল, বলিউডে বড় বেক ও তাঁর বিশ্বজয়। জাভেদের সেই কথা যেন সেই দিনই মজ্জায় ঢুকিয়ে নিয়েছিলেন অরিজিৎ। আর কিং খান তো কবেই বলে গিয়েছিলেন, “হার কর জিতনে ওয়ালো কো বাজিগত কহতে হ্যায়।” প্রসঙ্গত, প্রচারের আলো থেকে বরাবরই দূরেই থাকতে চান তিনি। বিশ্বজোড়া খ্যাতি হলেও আজও তিনি একেবারে মাটির মানুষ। আর তাঁর এই গুণের জন্যই তিনি যেন পাশের বাড়ির ছেলে, অন্তত এমনটাই মত তাঁর অনুরাগীদের।
অরিজিৎ সিং– গোটা বিশ্ব তাঁকে এক নামে চেনে। অথচ এই নাম তো একদিনে তৈরি হয়নি। এর নেপথ্যে রয়েছে পরিশ্রম, ব্যর্থতা এবং অধ্যবসায়। হঠাৎই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে হাউহাউ করে অঝোর ধারায় কেঁদে চলেছেন অরিজিৎ। কষ্ট যেন বাঁধ মানছে না তাঁর। কিন্তু কেন? ভিডিয়োটি ২০০৫ সালে। ওই বছরই এক রিয়ালিটি শো’য়ে অংশ নিয়েছিলেন তিনি। তবে শো’র শুরুর দিকেই তা থেকে বাদ পড়েন অরিজিৎ। শেষ দিনে মন খারাপ ছিল শো’র তিন বিচারক শঙ্কর মহাদেবন, জাভেদ আখতার ও কেকে’র। এত তাড়াতাড়ি বাদ পড়ে যাবেন অরিজিৎ ভাবতে পারেননি কেউ-ই। শুধু কি তাই, ওই শো’য়ে তাঁর বাকি মেন্টররাও স্বীকার করে নিয়েছিলেন, জনগণের ভোটে অরিজিতের এই তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যেন তাঁদেরই পরাজয়। এই কথা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি অরিজিৎ। চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে তাঁর। তবে এ সবের মধ্যে জাভেদ আখতার তাঁকে যা বলেছিলেন তা যেন সারাজীবনের জন্য সঞ্চয় হয়ে ওঠে অরিজিতের কাছে। জাভেদ আখতার অরিজিৎকে উদ্দেশ্য করে বলেন, ” মনে হচ্ছে যেন তুমি হারতেই চেয়েছিলে। যদি নিজেই জিততে না চাও, তাহলে এই জীবন তোমায় জিততে দেবে না। নিজের মধ্যে সাহস বাঁচিয়ে রাখ, সব ঠিক হবে।”
এর পরের গল্পটা সকলেরই জানা। অরিজিতের একটা লম্বা স্ট্রাগল, বলিউডে বড় বেক ও তাঁর বিশ্বজয়। জাভেদের সেই কথা যেন সেই দিনই মজ্জায় ঢুকিয়ে নিয়েছিলেন অরিজিৎ। আর কিং খান তো কবেই বলে গিয়েছিলেন, “হার কর জিতনে ওয়ালো কো বাজিগত কহতে হ্যায়।” প্রসঙ্গত, প্রচারের আলো থেকে বরাবরই দূরেই থাকতে চান তিনি। বিশ্বজোড়া খ্যাতি হলেও আজও তিনি একেবারে মাটির মানুষ। আর তাঁর এই গুণের জন্যই তিনি যেন পাশের বাড়ির ছেলে, অন্তত এমনটাই মত তাঁর অনুরাগীদের।