AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Singh: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অরিজিতের চমক

KIFF: এবার উদ্বোধনে থাকছেন না শাহরুখ খান। খবর সামনে এসেছিল আগেই। তবে এই মন খারাপের মাঝেই মিলল অন্য এক সুখবর, সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং এবারের অনুষ্ঠানের অংশ। চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছেন তিনি। 

Arijit Singh: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অরিজিতের চমক
বর্তমানে তাঁর একটি গান ছবিতে থাকা মানেই তা হিট। দর্শকদের মুখে মুখে ফেরে সেই গান। সলমন খানের সঙ্গেও মিটে গিয়েছে তাঁর দূরত্ব।
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 2:31 PM
Share

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরুর আর মাত্র কয়েকটা দিন বাকি। ২৯ তম বছরে এসে কী কী চমক থাকছে এবারের উৎসবে, সেই দিকেই তালিকে রয়েছেন এখন দর্শকেরা। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর চলবে এই অনুষ্ঠান। এবার বুধবার হয়ে গেল তারই সাংবাদিক বৈঠক। যেখানে একাধিক বিষয় আলোচনা করা হল। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রলীন রায়। এ ছাড়াও মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, অরিন্দম শীলের মতো চিত্র পরিচালক এবং টলিউডের কলাকুশলীরা। এ দিন ফিল্ম ফেস্টিভ্যাল লোগোর উন্মোচন করা হয়েছে। তবে এবার উদ্বোধনে থাকছেন না শাহরুখ খান। খবর সামনে এসেছিল আগেই। তবে এই মন খারাপের মাঝেই মিলল অন্য এক সুখবর, সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং এবারের অনুষ্ঠানের অংশ। চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছেন তিনি। গান লিখেছেন শ্রীজাত , সুর ইন্দ্রদীন দাশগুপ্ত, ও ভিডিও পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এবারের তৈরি থিম সং অরিজিৎ সিং-এর কণ্ঠে। শাহরুখ খানের সামনে রং দে তু মোহে গেরুয়া গাইবার পর জলঘোলা হয়েছিল বহু। বিভিন্ন মহলে তা নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিং-এর গলায় গান থাকাতে বেজায় খুশি ভক্তরা। শোনা যাচ্ছে উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন, সলমন খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখেরা। পাশাপাশি শোনা যাচ্ছে মহেশ ভাটের থাকার কথাও।

এ বছর সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দেখানো হবে চলচ্চিত্র উৎসবের সিনেমা। ২৩টি প্রেক্ষাগৃহে মোট ২১৯টি ছবি দেখানো হবে এ বছরের চলচ্চিত্র উৎসবে। এ বছরের চলচ্চিত্র উৎসবের ক্যাচলাইন ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’। ফোকাস কান্ট্রি হবে স্পেন ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি, উত্তম কুমার এবং তনুজার অভিনীত ‘দেয়া নেয়া’।