AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Singh: ‘ওই যে চোর যাচ্ছে’, কেন এই অপবাদ মাথায় নিতে হয় অরিজিৎকে?

Arijit Singh: অরিজিৎ সিং-- তাঁর ভক্তসংখ্যা অগুণতি। অরিজিৎ মানেই শান্ত-সৌম্য এক মানুষ। অথচ এ হেন অরিজিৎকেই ছোটবেলায় এক বার চুরির দায় মাথায় নিতে হয়েছিল। স্কুলে পড়তে নানা কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে সেই অজানা কথাই ফাঁস করেছেন তিনি।

Arijit Singh: 'ওই যে চোর যাচ্ছে', কেন এই অপবাদ মাথায় নিতে হয় অরিজিৎকে?
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 7:30 AM
Share

অরিজিৎ সিং– তাঁর ভক্তসংখ্যা অগুণতি। অরিজিৎ মানেই শান্ত-সৌম্য এক মানুষ। অথচ এ হেন অরিজিৎকেই ছোটবেলায় এক বার চুরির দায় মাথায় নিতে হয়েছিল। স্কুলে পড়তে নানা কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে সেই অজানা কথাই ফাঁস করেছেন তিনি। জানিয়েছেন, তখন তিনি পড়তেন ক্লাস টেনে। ইলেভেনের ছাত্রদের জন্য থাকত ল্যাবের সুবিধে। ল্যাবে ঢোকার ইচ্ছে ছিল ষোলোআনা কিন্তু সুযোগ ছিল না।

অরিজিতের কথায়, “এক বন্ধু একদিন হঠাৎই বলল র্সোনাল একটা ল্যাব পেয়ে গিয়েছি। নিজের ল্যাব। সাইকেল নিয়ে অনেকদূর গেলাম, জঙ্গলের ভিতর দিয়ে। এরপর দেওয়াল টপকে ভিতরে গেলাম।” কিন্তু ভিতরে গিয়েই বিপত্তি। কোথায় কী? ল্যাব তো নয়। বরং তা ছিল লন্ডন মিশন হাসপাতাল। ভিতরে গিয়ে বড় ইঞ্জেকশনের ভিতরে জল ভরে খেলতে শুরু করে দিলেন তিনি। আওয়াজ হতেই আশেপাশ থেকে লোকজন চলে আসেন সেখানে। কান ধরে নিয়ে যাওয়া হয় হেডমাস্টারের কাছে। অভিযোগ ওঠে, হাসপাতাল থেকে যে প্লেট চুরি হয়েছে তার নেপথ্যেও রয়েছেন অরিজিৎ ও বন্ধুরা। পাড়ায় ফিরতেও ফিসফাস, ‘ওই যে চোর যাচ্ছে’। বাবার কাছেও খবর পৌঁছেছিল খুব তাড়াতাড়ি। ভয় পেয়ে গিয়েছিলেন। বাড়ি ফিরেও নিস্তার নেই। ছেড়ে কথা বলেননি তাঁর বাবাও। ছোটবেলার সেই দুষ্টু ছেলেই আজ একেবারে আলাদা। আজ তাঁর ভক্তসংখ্যা সারা দেশে ছড়িয়ে… তাঁর গানের অনুরাগী সারা দেশ জুড়ে।