দিন কয়েক ধরেই বলিপাড়ায় গুঞ্জন অর্জুন কাপুর ও মালাইকা অরোরার দীর্ঘ প্রেমে বিরতি এসেছে। শোনা যাচ্ছে নাকি ব্রেকআপ হয়েছে তাঁদের। শুধু কি তাই? এরই মধ্যে অর্জুনের বোনেদের মালাইকার ইনস্টাগ্রামে আনফলো করার ঘটনা যেন সেই গুঞ্জনেই ঘি ঢেলেছিল। অর্জুন চুপ ছিলেন, চুপ ছিলেন মালাইকাও। অবশেষে জলের মতো পরিস্কার হল সবটা। গতকাল অর্থাৎ শনিবার ছিল ‘আন্তর্জাতিক সারমেয়ে দিবস’। সে উপলক্ষেই পোষ্য ক্যাসপারের সঙ্গে ছবি দিয়েছিলেন মালাইকা। ঐ পোস্টটিতে প্রথম কমেন্টটি করতে দেখা যায় অর্জুনকেই।
তিনি ক্যাসপারের উদ্দেশে লেখেন, “হ্যান্ডসাম বয়”। এরপর মালাইকার উদ্দেশে অর্জুন আরও লেখেন, “তোমার জীবনের আসল তারকা হল ক্যাসপার।” আর তাতেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। দু’জনের মধ্যে যে বাক্যালাপ চলছে সে প্রমাণ মিলতেই খানিক স্বস্তিতে তাঁদের ভক্তরা। কিন্তু সন্দেহ একেবারেই চলে যায়নি। বি-টাউনে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাক্তন হলেও মুখ দেখাদেখি বন্ধ হয়নি বহু তারকার। উদাহরণস্বরূপ দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর– সম্পর্ক শেষ হয়ে গেলেও তাঁরা বন্ধু, একই সঙ্গে ছবিও করেন। সে রকমটাই কি কিছু হয়েছে মালাইকা-অর্জুনের মধ্যে? প্রশ্ন তুলেছেন ফ্যানেরা।
প্রসঙ্গত, অভিনেত্রী ও ইউটিউবার কুশা কাপিলার সঙ্গে নাম জড়িয়েছে অর্জুনের। যদিও কুশা তাঁর বিরুদ্ধে ওঠা এই রটনাকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন।