Jawan Director Atlee: ‘টাকার জোরে আমাকে দিয়ে…ব্ল্যাঙ্ক চেক ফিরিয়েছি’, হলিউড প্রস্তাব নিয়ে কী বললেন ‘জওয়ান’ পরিচালক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 24, 2023 | 8:30 PM

Jawan Director: সম্প্রতি এক সাক্ষাতকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় পরিচালককে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মোটা টাকার লালসা নয়, কেবল ভালবাসা দিয়েই তিনি একটি ছবি গড়ে তুলতে পারেন। তাঁর কথায় ''ভালবাসা ছাড়াই পৃথিবীতে আর কিছু নেই। আমার কাজের ক্ষেত্রেও কোনও বিশেষ ফর্মুলা নেই।''

Jawan Director Atlee: টাকার জোরে আমাকে দিয়ে...ব্ল্যাঙ্ক চেক ফিরিয়েছি, হলিউড প্রস্তাব নিয়ে কী বললেন জওয়ান পরিচালক

Follow Us

দক্ষিণী পরিচালক অ্যাটলি, যাঁর ঝুলিতে কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি। ফ্লপ তাঁর তালিকায় নেই। তাই শাহরুখ খান অভিনীত জওয়ান-ও রমরমিয়ে চলছে বক্স অফিসে। একাংশের সেটাই বিশ্বাস। অ্যাকশন ছবিকে এক অন্য ঘরানায় উপস্থাপনা করেছেন তিনি, দর্শক দরবারে শাহরুখ খান যে এভাবেও রাজত্ব করতে পারেন, তা হয়তো এক বছর আগেও কেউ ভাবতে পারিনি। ‘পাঠান’ ছবি থেকে তাঁর এক অন্যরূপ দেখছে দুনিয়া। সাফল্যের শিখরে এখন কিং খান। এখনও কত কী বাকি। একদিকে যেমন জওয়ান ঝড়ে আবেগঘন শাহরুখ খান, তেমনই আবার বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছেন পরিচালক অ্যাটলি। আসছে একের পর আর ছবির প্রস্তাব। কেবল ভারতের বুক থেকে নয়, হলিউড থেকেও ডাক পাচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাতকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় পরিচালককে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মোটা টাকার লালসা নয়, কেবল ভালবাসা দিয়েই তিনি একটি ছবি গড়ে তুলতে পারেন। তাঁর কথায় ”ভালবাসা ছাড়াই পৃথিবীতে আর কিছু নেই। আমার কাজের ক্ষেত্রেও কোনও বিশেষ ফর্মুলা নেই। আমার মূল অঙ্ক হল ভালবাসা। আমার যদি কিছু ভাললাগে, তবে আমি তা গড়ে তুলতে পারবো। তবে কোনও কাজই আমার সম্মতির পেছনে ওই ভালবাসা থাকাটা জরুরী। আমার যদি একটি মেয়েকে ভালো লাগে আমি তাকে বিয়ে করতে পারব না বিয়ে করার জন্য আগে আমায় একটা প্রেমে পড়তে হবে। ঠিক একইভাবে কেবল অভিনেতার প্রতি টানে কিংবা ভালবাসায় আমি একটা ছবি তৈরি করে দিতে পারব না, আমাকে সমানভাবে ছবির প্রযোজককেও ভালবাসতে হবে। গোটা বিশ্ব এভাবেই চলছে। ভালবাসা ছাড়া এ গোটা বিশ্বটাই যন্ত্রে পরিণত হবে।”

এখানেই শেষ নায়, তিনি আরও বলেন, ”সততার মূলেই রয়েছে প্রেম। আমি মানুষকে সময় দিই তাঁদের সঙ্গে কথা বলি, তাঁদেরকে ভালবাসি, ভালবাসা দিয়ে অনেক কিছু শেখার থাকে। কেউ যদি এসে বলে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আমি আপনাকে ভালবাসি, আমি আপনার ছবি ভালবাসি, কাউকে কাজ করার জন্য এটাই আমার পক্ষে যথেষ্ট। কিন্তু কেউ যদি এসে বলে আমি তোমার সঙ্গে ছবি করতে চাই, তুমি কত টাকা নেবে বল, সামনে ব্ল্যাংক চেক রেখে দেয় আমি কাজ করতে পারবো না। কারণ আপনি আমাকে কিনতে পারবেন না। কিন্তু আপনি আমাকে ভালবাসা দিতেই পারেন বদলে আমিও আপনাকে ভালবাসা ফিরিয়ে দেব।

Next Article