AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Avatar 2: বিশ্বজুড়ে রেকর্ড বিক্রি ‘অবতার ২’-এর, দশ দিনে কত কোটি আয়?

Avatar 2: এ দেশে ‘অবতার’ নিয়ে যখন উন্মাদনা তুঙ্গে তখন কিছু দিন আগে ঘটেছে এক অনভিপ্রেত ঘটনা। ছবিটি দেখতে গিয়ে মৃত্যু হয়েছে এক দর্শকের।

Avatar 2: বিশ্বজুড়ে রেকর্ড বিক্রি 'অবতার ২'-এর, দশ দিনে কত কোটি আয়?
দশ দিনে কত কোটি আয়?
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 6:32 PM
Share

বিশ্বজুড়ে ‘অবতার দ্য ওয়ে অব ওয়াটার’ ঝড়। জেমস ক্যামারনের এই ছবির মোট আয় ছাড়াল ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার কোটি। ভারতেও প্রায় ৩০০ কোটির কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে এই ছবির। শুরুর দিনেই এই ছবি প্রায় ৪০ কোটির মত ব্যবসা করেছিল এই দেশে। হাইবাজেট ছবি ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’-এর থেকেও বেশি টাকার টিকিট বিক্রি হয়েছিল। যে হারে টিকিট বিক্রি হচ্ছে, তাতে সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা ট্রেড অ্যানালিস্টদের। ভারতে পাঁচটি ভাষায় এই ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম। ১৯২ মিনিটের এই ছবির মূল আকর্ষণ তার থ্রি-ডি ভার্সন। উন্নতমানের ভিএফএক্স, স্পেশ্যাল এফেক্ট কারণে সিনেপ্রেমীরাও যেন মুগ্ধ। উন্নতমানের ভিএফএক্স, স্পেশ্যাল এফেক্ট কারণে সিনেপ্রেমীরাও যেন মুগ্ধ।

এ দেশে ‘অবতার’ নিয়ে যখন উন্মাদনা তুঙ্গে তখন কিছু দিন আগে ঘটেছে এক অনভিপ্রেত ঘটনা। ছবিটি দেখতে গিয়ে মৃত্যু হয়েছে এক দর্শকের। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার বাসিন্দা লক্ষ্মী রেড্ডি ভাইয়ের সঙ্গে সাধ করে এ বছরের সবচেয়ে হাইপড ছবি দেখতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যায় ওই ব্যক্তি আচমকাই ছবি দেখতে দেখতে পড়ে যান। তাঁর ভাই তক্ষুণি তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে আনা মাত্রই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

কেন হৃদরোগে আক্রান্ত হলেন ওই ব্যক্তি? জানা যাচ্ছে, তাঁর উচ্চরক্তচাপের সমস্যা ছিল। ‘অবতার’ দেখতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি। বেড়ে যায় রক্তচাপ। যার ফলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তবে কাকতালীয় ব্যাপার হল ২০১০ সালে যখন ‘অবতার’ ছবির প্রথম পার্ট বের হয়েছিল তখনও ঘটেছিল অনুরূপ এক ঘটনা। তবে সেই ঘটনা ঘটে তাইওয়ানে। ছবি দেখতে গিয়ে ৪২ বছরের এক ব্যক্তি সিনেমা হলেই প্রয়াত হয়েছিলেন।