Rituparna Sengupta: ‘গায়িকা হিসেবে নিজেকে আবিষ্কারের এই ছিল শ্রেষ্ঠ সুযোগ…’, বাপ্পি লাহিড়ির সুরে গান গাইলেন ঋতুপর্ণা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 30, 2021 | 10:28 PM

দিন কয়েক আগেই খবর রটে করোনার কারণে গলার স্বর হারিয়েছেন সুরকার। যদিও তাঁর স্বরযন্ত্র বিকল হওয়ার খবর যে ভুয়ো তা আগেই জানিয়েছিলেন সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। সত্যি খবর জানানোর জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিলেন।

Rituparna Sengupta: গায়িকা হিসেবে নিজেকে আবিষ্কারের এই ছিল শ্রেষ্ঠ সুযোগ..., বাপ্পি লাহিড়ির সুরে গান গাইলেন ঋতুপর্ণা
বাপ্পির সুরে গান গাইলেন ঋতুপর্ণা

Follow Us

তিনি অভিনয় করেন আবার গানও গান। এর আগে বেশ কিছু ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাইলেও গোটা আস্ত গান নিজের কন্ঠে রেকর্ড করা হয়নি ঋতুপর্ণা সেনগুপ্তর। অবশেষে হল, তাঁর এই স্বপ্নকে সত্যি করলেন সুরকার-সঙ্গীতকার বাপ্পি লাহিড়ি। দুর্গা পুজোয় ঋতুপর্ণার কন্ঠে, বাপ্পি লাহিড়ির কম্পোজিশনে মুক্তি পাচ্ছে গান ‘ফুলমাটি’।

উচ্ছ্বসিত দু’জনেই। অভিনেত্রীর কথায়, “আমি গাইতে ভালবাসি। গানের প্রতি অনুরাগ আমার বহুদিনের, সিনেমায় রবীন্দ্রসঙ্গীত আমি গেয়েছি। কিন্তু বাপ্পিদার সুরে এমন একটা গান কোনওদিন এর আগে রেকর্ড করার সৌভাগ্য হয়নি। যখন বাপ্পিদা গোটা ব্যাপারটা জানালেন আমি এক মুহূর্তেই স্থির করে নিয়েছিলাম, নিজেকে গায়িকা হিসেবে প্রমাণের এই আমার কাছে শ্রেষ্ঠ সুযোগ।” অন্যদিকে কিংবদন্তী সঙ্গীতকারের কথায়, “অভিনেত্রী হিসেবে নিজে বহু আগেই প্রমাণ করেছে ঋতুপর্ণা। ওঁর ভক্তরা এক অন্যদিক খুঁজে পাবেন ওঁর মধ্যে। খুব সুন্দর গেয়েছে ও।”

দিন কয়েক আগেই খবর রটে করোনার কারণে গলার স্বর হারিয়েছেন সুরকার। যদিও তাঁর স্বরযন্ত্র বিকল হওয়ার খবর যে ভুয়ো তা আগেই জানিয়েছিলেন সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। সত্যি খবর জানানোর জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিলেন। সংবাদমাধ্যমেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে।
সদ্য এক সাক্ষাৎকারে বাপ্পি বলেছিলেন, “আমার নাকি স্বরযন্ত্র খারাপ হয়ে গিয়েছে, একাধিক জায়গায় এই রিপোর্ট দেখে আমার খুব খারাপ লেগেছে। এটা বিরক্তিকর। তিন দিন আগে আমার নাতির সঙ্গে একটা তথ্যচিত্রের জন্য শুটিং করছিলাম। সুস্থ না হলে সেটা পারতাম? আমি ৫০ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। হালকা সর্দি, কাশি রয়েছে। তার জন্য সিরাপ বা ট্যাবলেট খাচ্ছি। এটা খুব সামান্য একটা ব্যাপার। আগের থেকে অনেক ভাল আছি আমি।”

তিনি যোগ করেছিলেন, “সম্প্রতি তিনটে গান আমি রেকর্ড করলাম। কম্পোজও করেছি। একটা গণপতি বাপ্পা মোরিয়া। ওটা রিলিজও করল। দুর্গাপুজোর জন্য ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটা গান রেকর্ড করলাম। দুদিন আগে একটা বাংলা ছবির সাউন্ড ট্র্যাকের কাজ শেষ করলাম। শান, আদিত্য নারায়ণ, আরমান মালিক, আলিশা চিনয় গাইছে সেই ছবিতে। আমার অনুরাগীরাই আমার ঈশ্বর। তাঁদের এবং গণপতি বাপ্পার আশীর্বাদে আমি ভাল আছি।”
গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক-কম্পোজার বাপ্পি লাহিড়ি। কোভিডের পাশাপাশি তাঁর ফুসফুসের সমস্যারও চিকিৎসা চলেছিল। যদিও কোভিড নেগেটিভ হয়ে কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে আসেন তিনি। শারীরিক দুর্বলতাকে সঙ্গী করেই আবারও স্বমহিমায় তিনি। সঙ্গী ঋতুপর্ণা।

Next Article