AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anushka Shetty: অনুষ্কাকে দেখে হতভম্ব ভক্তরা, ‘ওজন বেড়ে এত’! কদর্য ট্রোলিংয়ের শিকার ‘দেবসেনা’

Anushka Shetty: দক্ষিণী সুপারস্টার অনুষ্কা শেট্টিকে কে না চেনেন? 'বাহুবলী' ছবিতে তিনিই ছিলেন দেবসেনা। সম্প্রতি শিবরাত্রি উপলক্ষে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী।

Anushka Shetty: অনুষ্কাকে দেখে হতভম্ব ভক্তরা, 'ওজন বেড়ে এত'! কদর্য ট্রোলিংয়ের শিকার 'দেবসেনা'
কদর্য ট্রোলিংয়ের শিকার 'দেবসেনা'
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 2:04 PM
Share

দক্ষিণী সুপারস্টার অনুষ্কা শেট্টিকে কে না চেনেন? ‘বাহুবলী’ ছবিতে তিনিই ছিলেন দেবসেনা। সম্প্রতি শিবরাত্রি উপলক্ষে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁকে দেখে হতবাক ভক্তরা। ওজন বেড়েছে বেশ খানিকটা। আগের সেই ছিপছিপে গড়ন একেবারেই উধাও। সাদা সালোয়ার পরেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁকে দেখে যেন চিনতেই পারলেন না তাঁর অনুরাগীরা। কেউ আবার প্রকাশ করলেন দুশ্চিন্তা। ডাবল চিন সুস্পষ্ট, যদিও হাসির এখনও আগের মতোই মিষ্টি। অনুরাগীরা চিন্তিত, তবে নিন্দুকেরা নিন্দা করতে ছাড়েননি। অনেকেই নিদান দিয়েছেন, অনুষ্কার কেরিয়ার নাকি শেষ। অনেকেই আবার টেনে এনেছেন তাঁর ব্যক্তিগত জীবনের কথাও। এর আগে শোনা গিয়েছিল, প্রভাসের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, প্রভাসের প্রেমিকা কৃতি শ্যানন। প্রভাসের সঙ্গে অনুষ্কার ‘বিচ্ছেদ’-এর কারণ হিসেবে অনেকেই দায়ী করেছেন তাঁর ওজন বৃদ্ধিকে। শুরু হয়েছে ট্রোলিং।

যদিও পাশে পেয়েছেন একদল ভক্তকেও। অভিনেত্রী হওয়ার আগে যোগা প্রশিক্ষক ছিলেন অনুষ্কা। মুম্বইয়ের নিয়মিত প্রশিক্ষণও দিতেন তিনি। ওজন যখন বেড়েছে তা কমাতেও পারবেন ঠিক– আশায় তাঁর ভক্তরা। অনেকেরই আবার অনুমান, কোনও ছবির জন্যই কি ওজন ইচ্ছাককৃত বাড়াচ্ছেন অনুষ্কা?

বহুদিন ধরে দক্ষিণী ছবির জগতে পরিচিত মুখ অনুষ্কা। কাজ করেছেন প্রথম সারির অভিনেতাদের সঙ্গে। তিনি নিজেও প্রথম সারির অভিনেত্রী। এর আগে শোনা গিয়েছিল এ বছর নাকি তিনি বিয়ে করতে পারেন। তাঁর স্বামী যদিও ইন্ডাস্ট্রিৎ কেউ নন। দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গেও নাকি গাঁটছড়া বাঁধবেন তিনি, রটেছিল এমনই এক খবর। তবে অনুষ্কা ব্যক্তিগত কোনও বিষয় নিয়েই কোনওদিন মুখ খোলেননি। এমনকি প্রভাসের সঙ্গে তাঁর আদপে সম্পর্ক ছিল কিনা তা আজও ধোঁয়াশা। তাঁর হাতে রয়েছে বেশ কিছু প্রজেক্ট। নবীন পলিশেট্টি ও কৌশিক মহতের সঙ্গে তাঁকে দেখা যাবে তাঁর আগামী ছবিতে।