Arijit-Badshah: মধ্যরাতে খুলল অরিজিতের বাড়ির দরজা, বেরিয়ে এলেন বাদশা, তারপর…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 21, 2023 | 1:26 PM

Viral Video: বাড়ির বাইরে ভিড়ের অভাব ঘটনা কখনও। সাধারণ মানুষ থেকে স্টারকাস্ট প্রত্যেকেই সময় সুযোগ বুঝে, কিংবা কোনও প্রয়োজনে হাজির হয়ে থাকেন অরিজিৎ সিং-এর বাড়িতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাড়ি যেমন হয় তেমনই আদলে গড়া তাঁর বাড়ি। নিজের মতো করে এক আলাদা জগতে বাজতে ভালবাসেন অরিজিৎ সিং।

Arijit-Badshah: মধ্যরাতে খুলল অরিজিতের বাড়ির দরজা, বেরিয়ে এলেন বাদশা, তারপর...

Follow Us

অরিজিৎ সিং, জিয়াগঞ্জে যিনি মাঝেমধ্যেই সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকেন। জিয়াগঞ্জে গেলেই যখন তখন তাঁর দর্শন মিলতে পারে। কখনও তিনি তাঁর স্কুটি নিয়ে বাজারে ঘুরছেন, কখনও আমার বিকেলে বন্ধুদের সঙ্গে কথা বলছেন। যে স্টারকে দেখার জন্য মোটা টাকার টিকিট কেটে দূর দূর পর্যন্ত ভক্তরা কেবল অপেক্ষায় থাকেন, জিয়াগঞ্জে তিনি হাতের নাগালে। তবুও তাঁর বাড়ির বাইরে ভিড়ের অভাব ঘটনা কখনও। সাধারণ মানুষ থেকে স্টারকাস্ট প্রত্যেকেই সময় সুযোগ বুঝে, কিংবা কোনও প্রয়োজনে হাজির হয়ে থাকেন অরিজিৎ সিং-এর বাড়িতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাড়ি যেমন হয় তেমনই আদলে গড়া তাঁর বাড়ি। নিজের মতো করে এক আলাদা জগতে বাজতে ভালবাসেন অরিজিৎ সিং।

এবার তাঁর সঙ্গেই সেখানে দেখা করতে হাজির হল কে জানেন? তিনি হলেন র‍্যাপার বাদশা। হঠাৎই মধ্যরাতে খুলে গেল অরিজিৎ সিং-এর বাড়ির দরজা। তখনও তাঁর বাড়ির সামনে বেশ ভিড়। হঠাৎ অরিজিতের বাড়ির গেট থেকে বেরিয়ে এল বেশ কয়েকটা স্কুটার। যার একটিতে বসে রয়েছেন বাদশা। অপরটিতে অরিজিৎ সিং। এসি গাড়িতে চড়ে মুম্বই মায়া নগরীতে যিনি ঘুরে বেড়ান তিনি জিয়াগঞ্জ এসে মধ্যরাতে স্কুটার চালানর স্বাদ নিলেন অরিজিতের সঙ্গে। পলকে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দেখামাত্রই সকলেই উৎসুক হয়ে পড়েন এটা জানতে যে কী কারণে এই দুই গায়ক একে অপরের সঙ্গে দেখা করলেন। তবে কি কোনও যুগলবন্দী আসতে চলেছে? বাদশা ও অরিজিৎ সিং কি একসঙ্গে কাজ করতে চলেছেন? এ প্রশ্নের উত্তর স্পষ্ট হল না কারও কাছে। তবে জিয়াগঞ্জ যে সে অরিজিৎ সিং-এর বাড়িতে বাদশা দেখা করে যাওয়ার ঘটনায় বেশ হৈ হৈ পড়ে গিয়েছে ভক্ত মহলে। সকলেই এখন মুখিয়ে রয়েছেন কোনও সুখবর পাওয়ার অপেক্ষায়।

Next Article