Gossip: এপারের ইধিকাকে নিয়ে বেফাঁস মন্তব্য বাংলাদেশি অভিনেতার, পাল্টা দিলেন নায়িকাও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 09, 2023 | 10:12 PM

Idhika Paul: দুই বাংলাতেই এই মুহূর্তে সমান জনপ্রিয় ইধিকা পাল। এ পারের শুরুটা ছোট পর্দা থেকে হলেও ওপারে তাঁর প্রথম ছবিই সে দেশের প্রথম সারির নায়ক শাকিব খানের বিপরীতে। ছবির নাম 'প্রিয়তমা'। ছবিও সুপারহিট। কেরিয়ারের যখন এগচ্ছে দূর্বার গতিতে তখন তাঁকে নিয়ে এক বেফাঁস মন্তব্য করে বসলেন বাংলাদেশের অভিনেতা ডিপজল।

Gossip: এপারের ইধিকাকে নিয়ে বেফাঁস মন্তব্য বাংলাদেশি অভিনেতার, পাল্টা দিলেন নায়িকাও
ইধিকা পাল।

Follow Us

দুই বাংলাতেই এই মুহূর্তে সমান জনপ্রিয় ইধিকা পাল। এ পারের শুরুটা ছোট পর্দা থেকে হলেও ওপারে তাঁর প্রথম ছবিই সে দেশের প্রথম সারির নায়ক শাকিব খানের বিপরীতে। ছবির নাম ‘প্রিয়তমা’। ছবিও সুপারহিট। কেরিয়ারের যখন এগচ্ছে দূর্বার গতিতে তখন তাঁকে নিয়ে এক বেফাঁস মন্তব্য করে বসলেন বাংলাদেশের অভিনেতা ডিপজল। তাঁর দাবি, ইধিকার নাকি বাংলাদেশে আসাই উচিৎ নয়। কারণ, তাঁর পোশাক অশালীন। সম্প্রতি বাংলাদেশে হাজির হয়েছিলেন ইধিকা।

ডিপজলের মন্তব্যে তাঁর প্রতিক্রিয়া জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “উনি বড় মানুষ, আলাদা করে কিছু বলার নেই। আমি সবে ইন্ডাস্ট্রিতে এসেছি। তবে তাঁর কাছে আমার প্রশ্ন আছে। উনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি। অশ্লীল কোনটা?” ইধিকা থামেননি। তিনি যোগ করেছেন, “উনি আমার থেকে সিনিয়র। ভাবিনি এমনটা বলতে পারেন। আসলে পোশাক তো কখনও অশ্লীল হয় না। হয় মানুষের আচরণ।”

ইধিকার বক্তব্যকেই সমর্থন জানিয়েছেন দুই দেশের অধিকাংশ মানুষই। অনেকেরই আবার দাবি ইধিকার ক্রমাগত সাফল্যে নাকি খানিক ঈর্ষাপরায়ণ হয়েই ওই মন্তব্য করেছেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন ইধিকা। ফরিদপুরের উপর এক তথ্যচিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে বাংলাদেশে ‘বিজয়’-এর পর এই বাংলাতেও বেশ ভাল অফার পাচ্ছেন তিনি। সব মিলিয়ে নায়িকার এখন বৃহস্পতি তুঙ্গে।

 

Next Article