মাস ছয়েক আগেও তাঁর পরিচয় ছিল তিনি গায়ক কুমার শানুর ছেলে। কিন্তু বিগবসের বাড়ি তাঁকে এনে দিয়েছে রাতারাতি সাফল্য। পরিচয় পেয়েছেন নিজের নাম জান কুমার শানু হিসেবেই। এ বার নিজের চেহারাতেও আমূল পরিবর্তন আনলেন জান। আর এই পুরো কৃতিত্বটাই তিনি দিতে চাইছেন বিগবসের বাড়িতে তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এইজাজ খানকে।
ওজন ঝরিয়েছেন জান। শুধু যে ওজন ঝরিয়েছেন তা নয়, সিক্স প্যাক আর চাপদাড়িতে তিনি এখন হট। সাদা-কালো সেই ছবিই তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল ওয়ালে। জান জানাচ্ছেন,বিগবসের বাড়িতে এইজাজ নাকি তাঁকে একবার একটি ভেস্ট উপহার দিয়েছিলেন। গওহর খান সেই ভেস্টের উপর এঁকে দিয়েছিলেন চুমু। সে সময় সেই ভেস্টের সাইজ জানের থেকে অনেকটাই ছোট ছিল। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন কোনও একদিন নিজের শরীরকে এমনভাবেই তৈরি করবেন যাতে ওই পোশাক তাঁর গায়ে ফিট হয়। হয়েছেও তাই। কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন। সেই পোশাক পরে ছবিও দিয়েছেন জান।
এমনকি লকডাউন উঠলে নতুন ভাবে কনসার্ট শুরু হলে ওই পোশাকই তিনি পরবেন বলেই কথা দিয়েছেন শানু- পুত্র।
এইজাজকে ধন্যবাদ দিয়ে জান লিখেছেন, “বিগবসের বাড়িতে আমায় অপমান করে এমনকি বিরক্ত করেও ওয়ার্কআউট করানোর জন্য অনেক ধন্যবাদ তোমায়।” বিগবস হাউজে খুব বেশিদিন টিকতে পারেননি জান। তবে তাঁর সঙ্গে নিক্কি তাম্বোলীর বন্ধুত্ব বেশ গুঞ্জন ছড়িয়েছিল সেই রিয়ালিটি শো-য়ে। বিগবসের বাড়িতে তাঁদের বণ্ডিংও ছিল দেখার মতো। নিকিকে যে তিনি ভালবাসেন সে কথা বহুবার বলেওছেন জান। তবে নিকির দাবি, জান তাঁর ভাল বন্ধু ঠিক কথাই তবে প্রেমিক হতে পারবেন না কোনও দিন।
আরও পড়ুন ভিডিয়ো কলে কমল কাঁটাতারের দূরত্ব, স্ত্রী মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা সৃজিতের
তাঁর কথায়, “আমার দেখা সবচেয়ে মিষ্টি ছেলে জান। কিন্তু ও সত্যিই আমার টাইপের নয়। আমার টাইপ বলতে যার একটা রাশভারী পারসোনালিটি থাকবে। জানের সেটা নেই। যে শক্ত ভাবে সব কথা বলতে পারবে, জান তা পারেনা। ওর মধ্যে ওই স্ট্রং পারসোনালিটিটা নেই।” জানের নতুন রূপ দেখে নিকির মনেও কি লাগবে বসন্তের রঙ? সময় হয়তো দিতে পারবে সে উত্তর।