Ipsita Mukherjee: বহু বছর ধরে রোগা হওয়ার চেষ্টা করেও কিছুতেই হতে পারছি না, ঈপ্সিতা ‘ঋতুপর্ণা’ মুখোপাধ্যায়

Bengali Actress: ইপ্সিতা 'ঋতুপর্ণা' মুখোপাধ্যায়—ইন্ডাস্ট্রির অনেকের কথায়—'গুবলুগাবলু' নায়িকা। একেবারে ছকভাঙা। তিনি কি ইন্ডাস্ট্রির 'প্রচলিত নিয়ম' মেনে রোগা হবেন না কোনওদিন? এ সব নিয়েই TV9 বাংলার সঙ্গে কথা বললেন ঈপ্সিতা।

Ipsita Mukherjee: বহু বছর ধরে রোগা হওয়ার চেষ্টা করেও কিছুতেই হতে পারছি না, ঈপ্সিতা 'ঋতুপর্ণা' মুখোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2022 | 10:43 AM

স্নেহা সেনগুপ্ত

বাংলা সিরিয়ালে অভিনয় করছেন সেই মেয়েবেলা থেকে। ধারাবাহিকের নাম ‘সুবর্ণলতা’। এই মুহূর্তে অভিনয় করছেন ‘এক্কাদোক্কা’ (চরিত্রের নাম বুবলু) এবং ‘ধুলোকণা’ (চরিত্রের নাম কমলিনী) ধারাবাহিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত বাংলা ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। ছবিতে তিনিই ঋতুপর্ণা। এই ঋতুপর্ণার ঠাকুমা প্রসেনজিৎ-ঋতুপর্ণার সিনেমা দেখতে-দেখতে নাতনির নাম রাখেন ঋতুপর্ণা। এরপর নাতনিও প্রেমে পড়ে প্রসেনজিতের। এরপর শরীর খারাপের অভিনয় করে নাতনি ঋতুপর্ণাকে বিয়েতে রাজি করান ঠাকুমা। নাতনি ঋতুপর্ণাও শর্ত দেয়: বিয়ে সে করবে, তবে পাত্রের ভালনাম হতে হবে প্রসেনজিৎ—ডাকনাম বুম্বা। যদিও পাত্র হিসেবে যে প্রসেনজিৎ-বুম্বা জোটে, সে সহ্য করতে পারে না নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এহেন ইপ্সিতা ‘ঋতুপর্ণা’ মুখোপাধ্যায়—ইন্ডাস্ট্রির অনেকের কথায়—’গুবলুগাবলু’ নায়িকা। একেবারে ছকভাঙা। তিনি কি ইন্ডাস্ট্রির ‘প্রচলিত নিয়ম’ মেনে রোগা হবেন না কোনওদিন? এ সব নিয়েই TV9 বাংলার সঙ্গে কথা বললেন ঈপ্সিতা।

প্রশ্ন: বাংলা সিরিয়ালের ‘ভাল মেয়ে’ ইপ্সিতা। একেবারে দুষ্টু নন। খলচরিত্র কি কখনওই করবেন না ইপ্সিতা?

ঈপ্সিতা: ‘মোহর’ এবং ‘সন্ন্যাসী রাজা’—এই দু’টো সিরিয়ালে খুব কম সময়ের জন্য নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলাম…

প্রশ্ন: কিন্তু সেটা এতটাই কম সময়ের জন্য যে, মানুষের মন থেকে পুরোপুরি মুছে গিয়েছে। ‘টপ অফ দ্য মাইন্ড রিকল’-এ নেই। তাই আপনি স্ক্রিনে থাকা মানেই দর্শক ধরে নিয়েছে ভাল চরিত্র…

ঈপ্সিতা: আমাকে আসলে কেউই সেই ধরনের নেগেটিভ চরিত্রে কাস্ট করেননি। আমিও সেভাবে আগ্রহ দেখাইনি।

প্রশ্ন: ‘এক্কাদোক্কা’ সিরিয়ালে যখন আপনাকে আনা হয়, অনেক দর্শকেরই মনে হয়েছিল, এখানেও আপনাকে নেগেটিভ চরিত্র দেওয়া হবে না। যদিও ধারাবাহিকে আপনার বুবলু চরিত্রটা নিয়ে ধোঁয়াশা আছে…

ঈপ্সিতা: এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রেখেই দেওয়া হয়েছে ‘এক্কাদোক্কা’র বুবলুর ক্ষেত্রে। চরিত্রটা এক-একজনের কাছে এক-একরকম। আমি লীনা আন্টির কাছে থ্যাঙ্কফুল, এই চরিত্রটা আমাকে দিয়েছেন বলে। অনেক শেডস আছে চরিত্রটায়।

প্রশ্ন: সেটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের…

ঈপ্সিতা: অনেকটাই। প্রত্যেকদিন আমাকে ভিন্ন-ভিন্নভাবে অভিনয় করতে হয়। কখনও খুব ভাল, কখনও খুব খারাপ। সবটাই বিশ্বাসযোগ্য করে তুলতে হয় সবসময়। প্রত্যেকটা মানুষের কাছে তাদের মতো করে নিজেকে মেলে ধরে বুবলু। কাউকে বুঝতেই দেয় না সে কী চায়। সেইটা আমাকে অনেক বেশি ভাবায়।

প্রশ্ন: তবে অনেক দর্শকের এ-ও মনে হয় বুবলু শুধুই ভাল…

ঈপ্সিতা: সে তো ভালই। সে তো রাধিকাকে (‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে নায়িকার চরিত্রের নাম রাধিকা। সে নায়ক পোখরাজের স্ত্রী এবং বুবলুর জেঠতুতো দিদি। দুই বোনের একই পরিবারে বিয়ে হয়েছে। বুবলুকে সকলে মেনে নিয়েছে, তাকে পছন্দ করে। এবং রাধিকাকে কেউ সহ্য করতে পারে কিংবা চায় না নানাবিধ কারণে। রাধিকার চরিত্রে অভিনয় করেছেন সোনামণি সাহা। পোখরাজের চরিত্রে রয়েছেন সপ্তর্ষি মৌলিক) প্রোটেক্ট করতে এসেছে।

প্রশ্ন: ‘ধুলোকণা’ ধারাবাহিকে বুবলুই আবার কমলিনী…

প্রশ্ন: ঈপ্সিতা নিজে কীরকম মানুষ? কার সঙ্গে বেশি মিল—বুবলু নাকি কমলিনী?

ঈপ্সিতা: দেখুন, আমি খুব কথা বলি। আমার সঙ্গে কথা বললেই সেটা বোঝা যায়। তাই এটা বলতে পারি, আমার মনটা কমলিনীর মতো। কিন্তু আমার স্বভাব বুবলুর মতোই। আমি প্রচণ্ড তিড়িংবিড়িং করি…

প্রশ্ন: বাংলা সিরিয়ালে কিংবা সিনেমায়, বিশেষ করে আপনার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ দেখে মনে হয়েছে, তথাকথিত ছিপছিপে গড়নের অভিনেত্রীদের মতো আপনি নন… ছন্দ মিলিয়ে বলতে গেলে ‘বুবলু ইজ় গুবলু’…

ঈপ্সিতা: একেবারেই নই। ঠিক বলেছেন। আমি গুবলু…

প্রশ্ন: গুবলু মেয়েটার কি কাজ পেতে অসুবিধা হয়?

ঈপ্সিতা: না, একেবারেই হয় না। আমার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। আমি জেনেশুনে এরকম নই। বহু বছর ধরে রোগা হওয়ার চেষ্টা করছি। কিন্তু কিছুতেই হতে পারছি না। সুস্বাদু খাদ্যের প্রতি লোভে…

প্রশ্ন: বকুনি খাচ্ছেন…?

ঈপ্সিতা: প্রচণ্ড। সে যাই-ই হোক… গুবলুগাবলু ছিলাম বলেই ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিটায় সুযোগ পেয়েছি।

প্রশ্ন: আরও ১০ কিলো?

ঈপ্সিতা: হ্যাঁ। আরও ১০ কিলো… এখন রোগা হচ্ছি…

প্রশ্ন: সামনাসামনি সেটা হয়তো ধরাও পড়ছে অনেকের চোখে!

ঈপ্সিতা: সকলে বকুনিও দিচ্ছেন এখন। চ্যানেল থেকে বলছে, ‘রোগা হ, নইলে তোকে হিরোইন করতে পারছি না’। কিন্তু খাবার দেখলে কী যে হয়, খেয়েইনি… ব্যস!

প্রশ্ন: তার উপর রোগা হলে তো ‘চাবিনেস’ চলে যাবে…

প্রশ্ন: আপনার পলিসিস্টিক ওভারি আছে বলে শোনা যায়… তাই?

ঈপ্সিতা: হ্যাঁ। সেটাও আছে আমার। কিন্তু ডাক্তার বলেছেন, ওজন কমলে সেটাও ঠিক হয়ে যাবে…

প্রশ্ন: আচ্ছা, আরও একটা কথা, আপনাকে ফেসবুকে দেখতে পেলাম না কেন? ইনস্টাগ্রামে আছেন দেখছি…

ঈপ্সিতা: ফেসবুকে আমি নেই। কেবল ইনস্টাগ্রাম করি। ফেসবুক করি না। আমি আসলে খুব বেশি সোশ্য়াল পার্সন নই। প্রচণ্ড ঘরকুনো। নিজের ব্যক্তিজীবন নিয়ে সে রকম আপডেট দিই না…

প্রশ্ন: পার্সোনাল জীবন নিয়ে আপনাকে কোনও প্রশ্ন করিওনি কিন্তু…

ঈপ্সিতা: আমি সত্যি-সত্যিই আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে চাই না…