Dev: প্রিয়জনকে হারালেন দেব; ছবির প্রচারের মাঝেই এল দুঃসংবাদ

Death: দেবের দেশের বাড়ি মেদিনীপুরের কেশপুরে। সেখানেই তাঁর সব আত্মীয়রা থাকেন। গতকাল রাতেই আসে দুঃসংবাদ।

Dev: প্রিয়জনকে হারালেন দেব; ছবির প্রচারের মাঝেই এল দুঃসংবাদ
দেব...

| Edited By: Sneha Sengupta

Dec 17, 2022 | 2:26 PM

এই মুহূর্তে জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা এবং সাংসদ দেব। হারিয়েছেন পরিবারের এক নকটতম সদস্যকে। হারিয়েছেন তাঁর অত্যন্ত কাছের এক মানুষকে। কিছুদিন পরেই মুক্তি পাবে দেব অভিনীত ছবি ‘প্রজাপতি’। প্রচারের ব্যস্ততার মাঝেই এল দুঃসংবাদ। দেবের ঘনিষ্ঠ মহল জানিয়েছে আপন জেঠু মারা গিয়েছে দেবের। জেঠুর নাম তারাপদ অধিকারী। হঠাৎই হার্ট অ্যাটাক হয় তাঁর। বয়স হয়েছিল মোটে ৬৫ বছর।

দেবের দেশের বাড়ি মেদিনীপুরের কেশপুরে। সেখানেই তাঁর সব আত্মীয়রা থাকেন। গতকাল রাতেই খবর আসে জেঠু মারা গিয়েছেন তাঁর। তাই একটুও সময় নষ্ট না করে দাদার শেষকৃত্য করতে ছুটে গিয়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী। রওনা দিয়েছেন দেবও।

এমন এক ঘটনা পরিবারে ঘটে যাবে কল্পনাও করতে পারেনি অধিকারীরা। কল্পনা করতে পারেননি দেবও। ছবির প্রচারের মাঝে এমন একটা বিষয় ঘটবে ভাবেননি। বড়দিনে (২৫ ডিসেম্বর) জন্মদিন দেবের। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি’। বাবা ও ছেলের গল্প। বয়স্ক মানুষদের জন্য সিনেমা তৈরি করছেন দেব। অভিনয় করছেন তাতে। যেমন ‘টনিক’, ‘সাঝঁবাতি’ এবং ‘প্রজাপতি’। ইদানিং তাঁর ছবি বাছাই দেখে বোঝা যায় গুরুজনদের কতখানি শ্রদ্ধা করেন তিনি।

বৃহস্পতিবারই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন দেব। তার উপর আরও এক পরিচয় – ঘাটালের সাংসদ তিনি। সেখানকার কাজেও ব্য়স্ত থাকেন। ব্যস্ত থাকেন ছবি প্রযোজনার কাজেও। অভিনয় তো আছেই। এরই মধ্যে স্বজন হারানোর যন্ত্রণা পেলেন সুপারস্টার।