সম্প্রতি বিগবসে জয় পেয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন র্যাপার এমসি স্ট্যান। দেশের বড় শহরে রমরমিয়ে চলছে তাঁর শো। ইতিমধ্যেই মুম্বই, পুণের মতো শহরে শো সাফল্যের সঙ্গে করলেও মধ্যপ্রদেশের ইন্দোরে এসে বাধার মুখে পড়তে হল ‘বস্তি কি হস্তিকে’। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মঞ্চে এমসি স্ট্যানের শো শুরু হতেই সেখানে হাজির হন করণী সেনা সমর্থকেরা। শো বন্ধ করে নিজেরাই মঞ্চে দখল নেন। একই সঙ্গে এমসি স্ট্যানকে রীতিমতো হুমকি দিতে দেখা যায় তাঁদের। তাঁদের অভিযোগ ছিল, তাঁর র্যাপে এমসি যে সব ভাষা ব্যবহার করেন, যে ধরনের গালিগালাজ করে থাকেন তা যুবসমাজের পক্ষে ক্ষতিকারক। একটি ভিডিয়ো ভাইরালও হয়েছে ঘটনাস্থলের সেই ভিডিয়োতে সমর্থকদের বলতে শোনা যায়, “ইন্দোরের জনগণকে কি বোকা ভাব। ইন্দোরের জনগণ এই ভিডিয়ো ভাইরাল করুন। যেখানে গালাগাল দেবে সেখানে গিয়ে থাপ্পড় মেরে আসব।” এখানেই শেষ নয়, ইন্দোরে কোন হোটেলে এমসি রয়েছেন, সে খোঁজও করতে দেখা যায় তাঁদের।
এরই পাশাপাশি চলে ‘জয় শ্রী রাম’ স্লোগানও। ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে। এখনও পর্যন্ত এই নিয়ে এমসি স্ট্যানের কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া না গেলেও মুখ খুলেছেন করণী সেনার জেলা সভাপতি অনুরাগ প্রতাপ সিং রাঘব। তিনি বলেন, “যুব সমাজকে কলুষিত করছে এমসি স্ট্যান। যে ধরনের ভাষা ও ব্যবহার করে তা বলার অযোগ্য।” আর সেই কারণে তাঁর দলের কর্মীরা এমসিকে স্টেজ ছাড়তে বাধ্য করেছে বলে দাবি তাঁর।
Bajrang dal cancelled mc stan’s Indore show.. bahut sahi kiya aisa he hona chahiye tha gaali galoj wale gaane gata tha …. #MCStanBB16Winner #MCStanConcert pic.twitter.com/FqGx6Sp5lI
— Akash Singh (@Aakashsinggh) March 18, 2023
যদিও ঘটনায় বেশ ক্রুদ্ধ এমসির ফ্যানেরা। তাঁরা জানিয়েছেন দুঃসময়ে এমসির পাশেই রয়েছেন তাঁরা। এমসির আসল নাম আতলাফ শেখ। এমসি তাঁর পোশাকি নাম। মাত্র ২৩ বছর বয়সেই র্যাপ দুনিয়ায় নাম করেছেন তিনি। সম্প্রতি বিগবসে তিনি জয়লাভ করার পরেও বিতর্ক হয়েছিল। অনেকেরই মতে তিনি যোগ্য প্রার্থী ছিলেন না। তবে দর্শকের ভোটেই জয় পান এমসি। তাঁর ফ্যানবেস বেশ পোক্ত।