বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের আদরের সন্তান দেবী বসু সিং গ্রোভার। সম্প্রতি আয়োজিত হয়েছিল তাঁর মুখে ভাতের অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান জুড়েই ভরপুর বাঙালিয়ানা। সাজগোজ থেকে খাবার, বাদ ছিল না কিছুই।লাল বেনারসী শাড়ি পরে, টোপর মাথায় দিয়ে, চন্দনের ফোঁটায় নিজেকে সাজিয়ে ছোট্ট দেবী তখন ঘুরে বেড়াচ্ছে এর কোল থেকে অন্য কোলে। চোখে মুখে ক্লান্তি নেই। বাঙালি রীতি অনুযায়ী, মুখেভাতের দিন খুদেকে থালায় অনেক কিছু সাজিয়ে দেওয়া হয়, মাটি, টাকা, বই, পেন। দেবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সে কী বেছে নিল? এক নেটিজেনের প্রশ্নে উত্তর দিয়েছেন বিপাশা নিজেই। জানিয়েছেন, বই বেছে নিয়েছে দেবী। আর তা শুনেই নেটিজেনদের অভিমত, “বাহ, পড়াশোনা করতে ভালবাসবে।”
প্রথম থেকেই দেবীকে বাঙালি ও পঞ্জাবি দুই সংস্কৃতিতেই বড় করছেন বিপাশা ও করণ। বাঙালিদের যেমন ডাক নাম থাকে, ছোট্ট দেবীরও রয়েছে ডাকনাম। ওর ডাক নাম মিষ্টি। গত বছর নভেম্বরে করণ ও বিপাশার কোল আলো করে আসে মিষ্টি ওরফে দেবী।
অগস্ট মাসে মা হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন বিপাশা। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো যুক্ত হতে চলেছে আমাদের জীবনের সঙ্গে। আমাদের আরও একটু পরিপূর্ণ করতে আসছে সে। আমরা এই জীবনটা একা-একা শুরু করেছিলাম। তারপর আমরা একজন থেকে দু’জন হই। আমাদের দু’জনের জন্য এটা অতিরিক্ত বেশি ভালবাসা। এবার আমরা দু’জন থেকে তিনজন হব।” মাতৃত্বকালীন অবস্থা চুটিয়ে উপভোগ করেছেন তিনি। যদিও গর্ভাবস্থায় তাঁর খোলামেলা শুট নিয়ে হয়েছিল ট্রোলিং। অনেকেই করেছিলেন সমালোচনা। অত্যধিক পরিমাণে অঙ্গ প্রদর্শন করছেন অভিনেত্রী– এমনটাই দাবি করেছিলেন অনেকেই। সে সবকে পাত্তা না দিয়ে নভেম্বরে আসে দেবী। আপাতত মেয়েকে নিয়েই কাটছে তাঁর সংসার। কাজের থেকে খানিক ব্রেক নিয়েছেন দু’জনেই।