Ayushmann Khurrana: শিশুকন্যা অধিকার সচেতনাতা বাড়ানোর প্রচারে বিশ্বের প্রখ্যাত মানুষদের সঙ্গে যুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা
Ayushmann Khurrana: ‘আর্টিক্যাল ১৫’ ছবির (এই ছবিতেও মেয়েদের অধিকারের বিষয় নিয়ে আওয়াজ তোলে তাঁর অভিনীত চরিত্রটি) নায়ক আরও যোগ করেন...
আয়ুষ্মান খুরানার কেরিয়ারে নতুন পালক। তিনি যুক্ত হয়েছেন শিশু কন্যার অধিকার সচেতনা বাড়ানোর কর্মকাণ্ডে। সাড়া বিশ্বে কন্যা শিশুদের উপর হওয়া নানা অবিচারের বিরুদ্ধে হওয়া প্রচারের অংশ তিনি এখন। আর এই প্রচারে তিনি যুক্ত হয়েছেন প্রসিদ্ধ কিছু মানুষের সঙ্গে। যাঁদের নাম প্রখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যাম, রবার্ট লেভান্ডোস্কি, সার্জিও রামোস, আন্দ্রি শেভচেঙ্কো এবং কাফু। এই বিষয়ে ড্রিম গার্ল অভিনেতা জানিয়েছেন, “আমাদের সকলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য অতীতের বিষয় হয়ে উঠবে এবং প্রতিটি মেয়েকে তাঁর পরিবার এবং সম্প্রদায় ছেলের মতো একই মূল্যের সঙ্গে বিবেচনা করবে। আমরা আমাদের নিজের জীবনে লিঙ্গ স্টিরিওটাইপগুলিকে ব্যাহত করে শুরু করতে পারি। জিনিসগুলিকে আরও ভাল করার জন্য ছোট ছোট পরিবর্তনগুলি সময়ের সঙ্গে যুক্ত হয়”।
তাঁর বক্তব্য সকলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ছেলে-মেয়ের মধ্যে বিভেদ করা যাবে না। দুইজনকেই সমান ভাবে সবকিছু দিতে হবে যাতে তাঁরা নিজেদের মতো বেড়ে উঠতে পারে। আজ মেয়েরাও দেশের নাম উজ্জ্বল করছেন প্রতিটি ক্ষেত্রেই। তাই তাঁদের সব কিছু সমানভাবে সরবরাহ করতে হবে বলেই তিনি মনে করেন।
‘আর্টিক্যাল ১৫’ ছবির (এই ছবিতেও মেয়েদের অধিকারের বিষয় নিয়ে আওয়াজ তোলে তাঁর অভিনীত চরিত্রটি) নায়ক আরও যোগ করেন, “শিশুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি প্রকাশ্যে এনে আমাদের এই সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। ইউনিসেফের বিশ্বব্যাপী প্রচারের মুখ হিসাবে, ‘ইভিএসি শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা’- আমি গত দুই বছর ধরে শিশু অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছি৷ বিশ্বের এই বড় বড় আইকনরাও কীভাবে লিঙ্গ বৈষম্যকে আলোকিত করতে এই উদ্যোগে যোগ দিচ্ছেন তা দেখে অবাক হচ্ছি। দেশ জুড়ে একটি উন্নত সমাজের জন্য বৈষম্যের অবসান ঘটাতে হবে”।
কাজের দিক থেকেও আয়ুষ্মান খুব ব্যস্ত এই মুহূর্তে। কারণ তাঁর ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর। এই ছবিতে তাঁকে পাওয়া যাবে অ্যাকশন করতে। ট্রেলার ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। রয়েছে ‘ড্রিম গার্ল ২’ ছবিও।