প্রথম থেকেই প্রেম নিয়ে অকপট ছিলেন রাজকুমার রাও ও পত্রলেখা। যদিও পাপারাৎজিদের সামনে বারেবারেই বিয়ের প্রসঙ্গ এড়িয়েছেন তাঁরা। তবে আর এড়ানো নয়, বলিপাড়ার জোর খবর আর মাত্র কয়েক দিনের মধ্যেই নাকি বিয়ে করছেন তাঁরা। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে গোপন কথাটি আর গোপনে নেই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী মাস অর্থাৎ নভেম্বরের ১০-১১ ও ১২- এই তিনটি তারিখকেই বিয়ের জন্য বেছে নিয়েছেন তাঁরা। একেবারেই চুপিসারে বিয়ে সারতে চাইছেন তাঁরা। এরই মধ্যে নাকি ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। তবে বিয়ের জায়গা হিসেবে কী বেছে নিয়েছে দম্পতি তা এখনও জানা যায়নি।
প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে লিভইনে রয়েছেন তাঁরা। রাজকুমারের সাফল্য ও ব্যর্থতা– উভয়েরই সাক্ষী পত্রলেখা। প্রথম কোথায় দেখা হয়েছিল তাঁদের? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পত্রলেখা বলেছিলেন, “আমি ওঁকে অনস্ক্রিনই প্রথম দেখি। এলএসডি ছবিতে। সেখানে এক অদ্ভুত চরিত্রে অভিনয় করছিল ও। আমি ভেবেছিলাম ব্যক্তিগত জীবনেও ও হয়তো এমনটাই।” আর রাজকুমার তাঁকে প্রথম কোথায় দেখেছিলেন? পত্রলেখা জানান, এক বিজ্ঞাপনে তাঁকে প্রথম দেখেন রাজকুমার। রাজকুমার নাকি প্রথম বার দেখেই পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন, এমনটাই জানিয়েছেন পত্রলেখা।
একদিকে পত্রলেখা-রাজকুমার, অন্যদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা– শোনা যাচ্ছে এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন তাঁরাও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ সব দেখে বলাই যায়, বলিপাড়ায় বসন্ত সত্যিই এসে গিয়েছে।