AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bipasha Basu: বেবি বাম্পের নতুন ভিডিয়ো ভাগ করলেন বিপাশা, কী করছেন তিনি দেখুন 

Bipasha Basu: কিছুদিন আগে তাঁরা সুন্দর বেবি বাম্পের শুট করে, যেখানে বিপাশা-করণ দুইজনকেই সাদা শার্টে দেখা যায়, সেই ছবি দিয়ে তাঁদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ভাগ করেছেন সকলের সঙ্গে।

Bipasha Basu: বেবি বাম্পের নতুন ভিডিয়ো ভাগ করলেন বিপাশা, কী করছেন তিনি দেখুন 
বেবি বাম্প নিয়ে বিপাশার নতুন ভিডিয়ো
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 7:32 PM
Share

বলিউডের সাহসী এবং সুন্দরী ডিভা বিপাশা বসু এবং তাঁর সুদর্শন স্বামী করণ সিং গ্রোভার তাঁদের প্রথম সন্তানকে জীবনে আনতে চলেছেন। এই নিয়ে দম্পতি খুবই উত্তেজিত কারণ তাঁরা শীঘ্রই মাতৃত্ব-পিতৃত্বের আনন্দ উপভোগ করবেন। জল্পনা ছিল কিছু দিন ধরেই বিপাশার মা হওয়া নিয়ে। তবে মাত্র কিছুদিন আগে তাঁরা সুন্দর বেবি বাম্পের শুট করে, যেখানে বিপাশা-করণ দুইজনকেই সাদা শার্টে দেখা যায়, সেই ছবি দিয়ে তাঁদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ভাগ করেছেন সকলের সঙ্গে। এবং তার পর থেকেই  তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মূল্যবান সময়ের নানা মিষ্টি মুহূর্ত শেয়ার করছেন। সম্ভবত সেই কারণেই অতি সম্প্রতি বিপাশা বসুকে একটি আনন্দময় ভিডিয়োতে তাঁর বেবি বাম্প প্রদর্শন করতে দেখা গেছে।

ভিডিয়োতে বিপাশাকে তাঁর সেরা হাসিতে পাওয়া যায়। সঙ্গে সুন্দর এবং অদ্ভুত অভিব্যক্তি দিতেও দেখা যায় যখন সে সাবধানে এবং আরাধ্যভাবে তাঁর বেবি বাম্প দেখান। তিনি একটি সবুজ স্ট্র্যাপি আরামদায়ক পোষাক পরেছেন, যা কেবল অভিনেত্রীর গর্ভাবস্থার উজ্জ্বলতাকে তুলে ধরেছে। ভিডিয়োটি শেয়ার করে বিপাশা একটি হার্ট ইমোজি পোস্ট করেছেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যেমন, “#mamatobe #loveyourself #loveyourbody #grateful #blessed”

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)

এই পোস্টটি সুন্দর, তবে গর্ভাবস্থার ঘোষণা করতে যে পোস্ট করেছিলেন দম্পত্তি তা সবচেয়ে সুন্দর। ছবি শেয়ার করে এই দম্পতি লিখেছিলেন – “একটি নতুন সময়, একটি নতুন পর্ব, একটি নতুন আলো আমাদের জীবনের প্রিজমে আরেকটি অনন্য ছায়া যোগ করে। আমাদের আগের চেয়ে একটু বেশি পুরো করে তুলেছে। আমরা এই জীবনটি পৃথকভাবে শুরু করেছি এবং তারপরে আমরা একে অপরের সঙ্গে দেখা করি এবং তখন থেকে আমরা দুজন ছিলাম। মাত্র দুজনের জন্য খুব বেশি ভালবাসা, দেখতে আমাদের কাছে একটু অন্যায় বলে মনে হয়েছিল… তাই শীঘ্রই, আমরা যাঁরা এক সময় দুজন ছিলাম এখন তিন হয়ে যাব। আমাদের ভালবাসার দ্বারা প্রকাশিত একটি সৃষ্টি, আমাদের শিশু শীঘ্রই আমাদের সঙ্গে যোগদান করবে এবং আমাদের আনন্দ আরও বাড়বে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের নিঃশর্ত ভালবাসা দেওয়ার জন্য, আপনাদের প্রার্থনা এবং শুভকামনা যেমন আছে এবং সবসময় আমাদের অংশ থাকবে। আমাদের জীবনের একটি অংশ হওয়ার জন্য এবং আমাদের উদ্ভাসিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একটি সুন্দর জীবন, আমাদের শিশু। দুর্গা দুর্গা।”

এর পরও কখনও কালো পোশাকে বেবি বাম্প শুটের ছবি দিয়েছেন তাঁরা। তো আবার কখনও করণ বেবি বাম্পে আলতো করে মুখ রেখে সন্তানকে গান শোনাচ্ছেন। তাঁদের এমন সুন্দর আবেগঘন মুহূর্ত ভক্তরাও উপভোগ করছেন। তাঁরা তাঁদের ভালবাসাও কমেন্ট বক্সের মাধ্যমে জানাচ্ছেন।

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)