নয়া দিল্লির লাভ কুশ রামলীলা ময়দানে রাবণ দহনের জন্য এইবার প্রথম ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দুর্গাপুজোর মতো গোটা দেশে দশেরা পালিত হচ্ছে। ‘রামায়ণ’-এর রাবণ বধ! বিরাট আকার দশ মাথার রাবণকে বুকে তীর মেরে হত্যা করেন শ্রী রামচন্দ্র। ‘রামায়ণ’-এর ক্লাইম্যাক্স প্রতিবার আয়োজিত হয় নবরাত্রীর শেষে। বিশেষ করে লাভ কুশ রামলীলা ময়দানে। প্রতিবারই রাবণের বিরাট আকার পুত্তলিকার বুকে গেঁথে দেওয়া হয় তীর। ধরে যায় আগুণ। পুড়তে থাকে রাবণ। মানুষের বিশ্বাস এভাবেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়। এবার সেই তীর মারতেই এসেছিলেন কঙ্গনা। কিন্তু তীর মারতে পারলেন কই!
হয়েছিল কী?
লাভ কুশ রামলীলা ময়দানে রাবণের পুত্তলিকার সামনে এসে দাঁড়ালেন কঙ্গনা। পরনে তাঁর লাল জরির শাড়ি। কানে এবং গলায় ভারী গয়না। সঙ্গে এলেন তাঁর বোন রঙ্গোলি চন্দেল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন তাঁদের পাশে। ধনুকে তীর ধরলেন কঙ্গনা। চারপাশের সকলে তাঁকে তীর মারার নানা কৌশল বলছিলেন। প্রথম প্রয়াসে তীর মারতে ব্যর্থ হলেন কঙ্গনা। দ্বিতীয়বারও পারলেন না। তৃতীয়বারও অসফল হলেন। কিন্তু হাল ছাড়ার পাত্রী নন কঙ্গনা। নিজের প্রয়াসে টিকে রইলেন। তারপর এক ব্যক্তির সাহায্য়ে ‘জয় শ্রী রাম’ বলে তীর নিক্ষেপ করলেন কঙ্গনা। তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আসলে এদিন লাভ কুশ রামলীলা ময়দানে তাঁর আসন্ন ছবি ‘তেজস’-এর প্রচার করতে গিয়েছিলেন কঙ্গনা। ছবিতে এক পাইলটের চরিত্রে অভিনয় করেছেন তিনি।