Sharmila Tagore: শর্মিলা ঠাকুর ফের ফিরছেন বাংলা ছবিতে, ঋতুপর্ণা আর ইন্দ্রনীলের সঙ্গে তিনি এবার সুমন ঘোষের সিনেমায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 01, 2023 | 9:58 PM

Rituparna Sengupta: ঋতুপর্ণার চরিত্র সম্পর্কে সত্য়জিতের ‘নায়ক’ ছবির ‘মিস আধুনিকা’ শর্মিলা জানিয়েছেন, সুমনের এই ছবিতে একজন আধুনিক ‘ওয়ার্কিং ওম্যান’-এর চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। আর শর্মিলার চরিত্রটা কেমন?

Sharmila Tagore: শর্মিলা ঠাকুর ফের ফিরছেন বাংলা ছবিতে, ঋতুপর্ণা আর ইন্দ্রনীলের সঙ্গে তিনি এবার সুমন ঘোষের সিনেমায়
শহরে শর্মিলা ঠাকুর

Follow Us

পরিচালক সুমন ঘোষ এই মুহূর্তে লাদাখে ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তপন সিনহা পরিচালিত সাদা-কালো ‘কাবুলিওয়ালা’য় মিনির ভূমিকায় অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের বোন। সেই শর্মিলা ঠাকুরই এবার সুমন ঘোষের পরবর্তী ছবি ‘পুরাতন’-এর অন্যতম নায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন। শুক্রবার (০১ সেপ্টেম্বর, ২০২৩) কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোড সংলগ্ন একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করলেন টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ঘটনাচক্রে ঋতুপর্ণা এই ছবির অন্যতম প্রযোজকও। ছবিতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, যিনি এই মুহূর্তে সন্দীপ রায় পরিচালিত ফেলুদা সিরিজ়ের পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’-এর শুটিংয়ে রয়েছেন কলকাতাতেই।

কলকাতার মেয়ে শর্মিলা ঠাকুর ১৪ বছর আগে শেষবারের মতো অভিনয় করেছিলেন বাংলা ছবিতে। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘অন্তহীন’-এ পিসিমার ভূমিকায় সেবার অভিনয় করেছিলেন শর্মিলা। সত্য়জিতের ‘অপুর সংসার’-এ অপর্ণার ভূমিকায় অভিনয়ের সূত্রে কেরিয়ার শুরু শর্মিলার। তখন তিনি নিতান্ত ছাত্রী, পড়েন ডায়াসেশন-এ (বাংলা মাধ্যমে)। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা যে তাঁর বাংলায়, সগর্বে সে কথা এ দিন বলেছেন শর্মিলা। সঙ্গে পতৌদি-জায়া যোগ করেছেন, “৬০ বছরেরও বেশি সময় হয়ে গেল অভিনয় জীবনের। আজও এই কলকাতায় এলে মনে হয় শহরটা ঠিক ততটা যেন বদলে যায়নি। হ্যাঁ, বেশ কিছু জায়গায় দিল্লির ধাঁচে পুরনো বাড়ি ভেঙে হাইরাইজ় হয়েছে বটে, তবে মোটের উপর এই শহর অনেকটা একই রয়ে গিয়েছে।” ঋতুপর্ণা বলেছেন, “শর্মিলাজিকে এই ছবিতে পেয়ে আমরা সমৃদ্ধ হব—এটা আমাদের সকলের কাছেই একটা বিরাট পাওনা।” প্রসঙ্গত, যে সুমন ঘোষ এই ‘পুরাতন’-এর পরিচালক, তাঁর ‘বসু পরিবার’-এ অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। নায়িকার সংযোজন, “ইদানীং ভিন্ন স্বাদের গল্পের ছবিতে আরও বেশি করে অভিনয় করছি। এই ছবির গল্পও স্বতন্ত্র।” যদিও সাংবাদিক সম্মেলনে খোলসা করে কিছু বলেননি ঋতুপর্ণা। তবে ঋতুপর্ণার চরিত্র সম্পর্কে সত্য়জিতের ‘নায়ক’ ছবির ‘মিস আধুনিকা’ শর্মিলা জানিয়েছেন, সুমনের এই ছবিতে একজন আধুনিক ‘ওয়ার্কিং ওম্যান’-এর চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। আর শর্মিলার চরিত্রটা কেমন? স্মিত হাসি হেসে শর্মিলার উত্তর, “সুমন আমাদের এ ব্যাপারে কিছু বলতেই বারণ করেছে।”

আর প্রধান পুরুষ চরিত্রে থাকা ইন্দ্রনীলের রোলটা কেমন? আপাতত জানা গিয়েছে, তিনি একজন ফটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করবেন। জ্যামজমাট শহরের সন্ধের ট্র্যাফিক কাটিয়ে সাংবাদিক সম্মেলনে যোগ দেন ইন্দ্রনীল। তাঁর কথায়, “মা-মেয়ের সম্পর্ককে ঘিরে গড়ে ওঠা এই ছবিতে সবথেকে কঠিন চরিত্রটি ম্যাম (শর্মিলাজি)-এর। সুমন (ছবির পরিচালক) যখন ওঁর কথা আমাকে প্রথম জানান, তখন থেকেই অপেক্ষার পালা শুরু হয়েছে আমার।”

কবে থেকে শুটিং শুরু হবে ছবির? কোথায়ই বা হবে শুটিং? “প্রাথমিকভাবে কয়েকটা লোকেশন ভাবা হয়েছে। রেইকি চলছে,” আপাতত এটুকুই বলেছেন ঋতুপর্ণা। তবে ছবিতে মিউজিকের ভূমিকা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সে কথা জানিয়েছেন ঋতুপর্ণা।

Next Article