মা হলেন স্বরা ভাস্কর। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সেই সঙ্গে সন্তানের নামকরণ কী করেছেন, তাও জানিয়েছেন অভিনেত্রী। সূত্র জানাচ্ছে, মা এবং সদ্যজাত কন্যা দু’জনেই ভাল আছেন।
সপ্তম স্বর্গে রয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং তাঁর স্বামী ফাহাদ আহমেদ। সোমবার (২৫ সেপ্টেম্বর, ২০২৩) সন্ধ্যায় কন্যা সন্তান জন্মের সুখবর জানিয়েছেন স্বরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ছবি। সবকটি ছবিই তোলা হয়েছে হাসপাতাল থেকে। ছবি পোস্ট করে স্বরা লিখেছেন, “ঈশ্বর মঙ্গলময়। আমাদের প্রার্থনা শুনেছেন। আমরা যে গান গেয়েছিলাম, তা সত্যি হয়েছে। আমাদের ছোট্ট মেয়ে রাবিয়া জন্মেছে ২৫ সেপ্টেম্বর, ২০২৩। এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সক্কলকে খুব আনন্দের সঙ্গে অনেক ধন্যবাদ জানাতে চাই। এটা একটা নতুন পৃথিবী।”
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। মার্চ মাসে হয় বিয়ের যাবতীয় সামাজিক অনুষ্ঠান। তারকা থেকে পরিবারের সদস্য প্রত্যেকে আনন্দ করেছিলেন সেই বিয়েতে। তারপরই জুন মাস আসতেই জানা যায়, অন্তঃসত্ত্বা হয়েছেন স্বরা। সেই সুখবরের পর আজ ফের আনন্দ সংবাদ জানালেন স্বরা। বললেন, মা-বাবা হয়েছেন তিনি এবং ফাহাদ।