Boney Kapoor: কোমর ধরে হাপিত্যেশ চাহনি বনির! জিজির ‘অস্বস্তি’তে ব্যথিত নেটিজ়েনরা

Boney Kapoor: সুপারমডেল জিজি হাদিদের প্রথম বার ভারত ভ্রমণ মোটেও সুখকর হল না, অন্তত এমনটাই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ।

Boney Kapoor: কোমর ধরে হাপিত্যেশ চাহনি বনির! জিজির অস্বস্তিতে ব্যথিত নেটিজ়েনরা
জিজির 'অস্বস্তি'তে ব্যথিত নেটিজ়েনরা

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 04, 2023 | 10:26 PM

সুপারমডেল জিজি হাদিদের প্রথম বার ভারত ভ্রমণ মোটেও সুখকর হল না, অন্তত এমনটাই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ। প্রথমে বরুণ ধাওয়ানের কোলে তুলে নেওয়া এবার বনি কাপুরের কোমর ধরে হাপিত্যেশ চাহুনি– একের পর এক ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের একটা বড় অংশ জিজির জন্য ব্যথিত। কিছু দিন আগে নীতা অম্বানি ও মুকেশ অম্বানি মুম্বইয়ের খুলেছেন এক সাংস্কৃতিক কেন্দ্র। সেখানেই হাজির হয়েছিলেন দেশ-বিদেশের নামীদামী অনেকেই। হাজির ছিলেন জিজি হাদিদও। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, জিজির দিকে চেয়ে তাঁর কোমর জড়িয়ে ধরে আছেন বনি কাপুর। আর এতেই রাগে ফুঁসছেন অনেকেই। মন্তব্য এসেছে, “ভারতের মান এভাবে ডুবিয়ে দিলেন”? বনির বয়স নিয়েও করা হয়েছে কটাক্ষ। অনেকের মতেই জিজি হাসলেও তাঁর চোখে-মুখে নাকি স্পষ্ট ছিল অস্বস্তির ভাব। বনি কাপুরের সঙ্গে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে উর্বশী রাউতেলার কোমর জড়িয়ে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল, তা নিয়েও হয় বিস্তর জলঘোলা। এবার জিজি। বনি যদিও এখনও নিরুত্তর।

এর আগে বরুণ ধাওয়ানের (Barun Dhawan) সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল জিজিকে। মঞ্চে নাচ করছিলেন বরুণ। আচমকাই সেখানে প্রবেশ করেন মডেল-অভিনেত্রী। জিজিকে কোলে তুলে নেওয়ার পর প্রকাশ্যে তাঁর গালে চুম্বন করে বসেন বরুণ। আর সেইখান থেকেই বিতর্কের সূত্রপাত। ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না-হতেই নেটিজ়েনদের একাংশ এই চুম্বনকে ‘অপ্রীতিকর’ বলে দাগিয়ে দেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন। পরিস্থিতি ‘অন্যরকম’ আঁচ করতে পেরে টুইট করে মন্তব্যকারীদের জবাব দেন বরুণ। জানান, যা হয়েছিল তা নাকি পূর্বপরিকল্পিত। জিজিও ইনস্টা স্টোরিতে বরুণের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, “বরুণ আমার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন।” যদিও কিছু ক্ষণ পরেই সেই স্টোরি মুছে দেন তিনি। আপাতত ভারত ছেড়েছেন এই সুপারমডেল। তবে অনেকেই বলছেন, তাঁর প্রথম বার ভারতে অভিজ্ঞতা মোটেও সুখকর হল না।