Sridevi: ‘শ্রীয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না’, স্ত্রীকে হত্যার অভিযোগ নিয়ে সোজাসাপটা বনি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 03, 2023 | 8:13 PM

Sridevi: শ্রীদেবী-- বলিউডের প্রথম লেডি সুপারস্টার। ২০১৮ সালে দুবাইয়ে এক হোটেলের বাথটব থেকে উদ্ধার হয় নায়িকার দেহ। সেই মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। এক বিয়েতে হাজির হতেই স্বামীর সঙ্গে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। তাঁর এই রহস্যজনক মৃত্যুতে অভিযোগের আঙুল ওঠে বনি কাপুরের দিকে।

Sridevi: শ্রীয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, স্ত্রীকে হত্যার অভিযোগ নিয়ে সোজাসাপটা বনি
স্ত্রীকে হত্যার অভিযোগ নিয়ে সোজাসাপটা বনি

Follow Us

 

শ্রীদেবী– বলিউডের প্রথম লেডি সুপারস্টার। ২০১৮ সালে দুবাইয়ে এক হোটেলের বাথটব থেকে উদ্ধার হয় নায়িকার দেহ। সেই মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। এক বিয়েতে হাজির হতেই স্বামীর সঙ্গে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। তাঁর এই রহস্যজনক মৃত্যুতে অভিযোগের আঙুল ওঠে বনি কাপুরের দিকে। বাথটবে ডুবে কী করে কেউ মারা যেতে পারেন সেই প্রশ্নই তোলপাড় হয় সব মহল। পাঁচ বছর কেটেছে। যদিও আজও এই শ্রীদেবীর মৃত্যু নিয়ে রহস্য, জিজ্ঞাসা থামেনি। এবার এই নিয়ে মুখ খুললেন বনি। যা বললেন তা শুনলে রীতিমতো চমকে যেতে হয়।

বনি কাপুরের কথায়, “এটি কোনও স্বাভাবিক মৃত্যু ছিল না। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। আমি এই বিষয় নিয়ে মুখ খুলিনি কারণ আমায় পুলিশ সে সময় প্রায় ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় মিডিয়ারও চাপ ছিল। কিন্তু মনে রকাহতে হবে দুবাই পুলিশ কিন্তু আমায় ক্লিনচিট দিয়েছিল। লাই ডিটেক্টর টেস্ট থেকে শুরু করে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হলেও ওঁরা কিছু পাননি। এর পরেই ময়নাতদন্তের যে রিপোর্ট আসে তাতে দেখা যায় ডুবে মৃত্যু হয়েছে তাঁর।”

বনি কাপুর জানিয়েছেন, সুন্দর যাতে দেখতে লাগে সে কারণে ডায়েট নিয়ে সব সময় কড়া ছিলেন শ্রীদেবী। তিনি বলেন, “মাঝেমধ্যেই উপোস করতো। কারণ ওকে যেন সুন্দর দেখতে লাগে এমনটাই চাইত সে। ৪৬ কেজিতে নেমে এসেছিলেন শ্রীদেবী। নিম্ন রক্তচাপ থাকা সত্ত্বেও নুন খেতেন না তিনি। বনি জানান, শ্রীদেবী মারা গেলে হাজির হয়েছিলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুনও। তিনিও নাকি বনিকে জানান, একবার ক্র্যাশ ডায়েট করতে গিয়ে বাথরুমে মাথা ঘুরে পড়ে যান শ্রীদেবী। দাঁত ভেঙে যায় তাঁর।নুন না খাওয়াকেই দোষী করেছেন বনি। তবু আজও শ্রীদেবীর জন্য ভক্তমনে কান্না। এমনটাও যে হতে পারে, তা যে ভাবেননি কেউই।

 

 

Next Article