Black Panther Wakanda Forever teaser: প্রয়াত চ্যাডউইক ‘ব্ল্যাক প্যান্থার’ বোজ়ম্যানকে ট্রিবিউট ‘ওয়াকান্ডা ফরএভার’-এর টিজ়ারে, সঙ্গে নারীকণ্ঠে বব মার্লের গান
Chadwick Boseman: পরিচালক রায়ান কুগলার কমিক কন-এ এই টিজ়ারের মাধ্যমেই শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোজম্যানকে।
প্রায় ২ বছর হতে চলল হলিউড অভিনেতা চ্যাডউইক বোজম্যান সকলের মধ্যে আর নেই। গোটা বিশ্বকে চমকে দিয়ে তাঁর প্রয়াণের খবর সামনে এসেছিল ২০২০ সালে, ২৮ অগস্ট। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। গোটা বিশ্বে জনপ্রিয় হয়েছিলেন তিনি মার্ভেল-সুপারহিরো ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে অভিনয় করেই। এই ২ বছর ধরে অপেক্ষায় দিন গুনছিলেন সকলেই, কবে মুক্তি পাবে এই ছবি, উত্তর মিলেছিল আগেই, তবে এবার পাওয়া গেল দর্শন। রবিবার (২৪ জুলাই) মুক্তি পেল রায়ান কুগলারের আগামী ছবি ব্ল্যাক প্যান্থার ২-এর প্রথম টিজার। সান দিয়েগো কমিক কন-এ চোখ রাখলেই এখন আবেগঘন ভক্তমহল। ২০২০ সালে ছবির কেন্দ্রিয় চরিত্রে থাকা অভিনেতা চ্যাডউইক বোজম্যানের মৃত্যু ঘটে কোলন ক্যান্সারে। এবার ব্ল্যাক প্যান্থার ২-এর মধ্যে দিয়ে আবারও যেন তাঁকে ফিরে পাওয়া।
পরিচালক রায়ান এর হাত ধরেই সকলের মধ্যে আবারও ফিরে এলেন অভিনেতা। টিজ়ার জুড়ে দেখা যায় একাধিক চমক, কখনও সাম্রাজ্য প্রসারের তাগিদে রানির পদক্ষেপ, কখনও আবার কড়া বার্তায় সকলকে সাবধান করে জাতিসংঘের ভার নিতে এগিয়ে যাওয়ার শপথ। জলের নিচে একটি শিশুর জন্মের দৃশ্যও সকলকে চমকে দেয়। কখনও আবার সামনে উছে আসে, পুরুষরা বিশাল তিমিতে চড়ে সাগর পাড়ি দিতে। নদী থেকে যোদ্ধার বেরিয়ে আসা, যুদ্ধ শুরু হওয়া, একাধিক চমকে টিজার জুড়ে গল্পের নানা ভাঁজ চোখে পড়ে। আবার ছবির ওপর আকর্ষণ হল নারীকণ্ঠে বব মার্লের গান, যা ছবির ক্ষেত্রে আরও এক মাইলেজ়।
অভিনেতা চ্যাডউইক বোজম্যান বরাবরই একের পর এক ভাল ছবি উপহার দিয়ে গিয়েছেন ভক্তদের, ২০২১-এ ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। অভিনেতার তরফে পুরস্কার নিয়েছিলেন তার স্ত্রী টেইলর সিমোনে লিডওয়ার্ড।
পরিচালক রায়ান কুগলার কমিক কন-এ এই টিজ়ারের মাধ্যমেই শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোজম্যানকে । “তিনি চলচ্চিত্র জগতে যে অবদান রেখে গিয়েছেন, তা সারা জীবন থেকে যাবে,” জানান ছবির পরিচালক।
মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইজ জানান, আগামী ফেব্রুয়ারীতে অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া দিয়ে শুরু হবে এবং ২০২৪ সালের জুলাইয়ে থান্ডারবোল্টের সঙ্গেই শেষ হবে মার্ভেলের এই রোম্যাঞ্চকর সফর। এখন ভক্তদের নজরে কেবল ব্ল্যাক প্যান্থার ২ ছবি মুক্তির অপেক্ষা। ১১ নভেম্বর ২০২২ এ মুক্তি পেতে চলেছে এই ছবি। এখন ছবির ট্রেলারের অপেক্ষায় দিন গোনা শুরু ভক্তদের।