AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chanchal Chowdhury: ‘…এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই’, ঈদে বিস্ফোরক চঞ্চল

Viral Post: মৃণাল সেনের পরিচিত পোজ়ে লুক সামনে আসতেই তা নেটপাড়ায় প্রশংসা কুড়োয়। অন্যদিকে সেল নম্বর ১৪৫, ঝড় তুলেছিল ভক্তমনে।

Chanchal Chowdhury: '...এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই', ঈদে বিস্ফোরক চঞ্চল
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 2:06 PM
Share
তিনি এখন পর্দার মৃণাল সেন। চঞ্চল চৌধুরী। বাংলাদেখ খ্যাত এই অভিনেতা একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন এখন টলিপাড়া থেকে। বর্তমানে টলিউডের ছবি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। খবর সামনে আসার পর থেকেই বাংলার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক, ‘পদাতিক’ নিয়ে চর্চা তুঙ্গে। ২০২২-এ ‘অপরাজিত’ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সফরকে ফ্রেমবন্দি করেছিল। এবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাতে তৈরি হচ্ছে এই ছবি। মুখ্য ভূমিকাতে থাকতে চলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ। মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে দেখে এক কথায় সকলেই অবাক। একেবারে অবিকল মৃণাল সেন।
পরিচালকের পরিচিত পোজ়ে লুক সামনে আসতেই তা নেটপাড়ায় প্রশংসা কুড়োয়। অন্যদিকে সেল নম্বর ১৪৫, ঝড় তুলেছিল ভক্তমনে। কারাগারের এক অজানা রহস্য, যেখানে পরতে-পরতে ছড়িয়ে থাকা এক অজানা ভয়, সঙ্গে এক অজ্ঞাত পরিচয়ের কয়দি। সারা ওয়েব সিরিজ জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন অনবদ্য চঞ্চল চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা। ঈদেও তাই হাজির দিলেন নিয়মমাফিক। সোশ্যাল মিডিয়ায় এবার পড়ালেন ভদ্রতার পাঠ। লিখলেন, যে কোন ব্যাপারে কেউ কোন প্রশংসা করলে,তাঁকে অন্ততঃ ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা…..
অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈত্রিক সম্পত্তি মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই॥ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা॥ সবাইকে ঈদ মুবারক….আসুন সবাই মানবিক ও ভদ্র হই॥
তবে কেবল টলিউড নয়, বলিউডেও নাকি কাজ করার কথা চলছে তাঁর। কয়েকমাস আগেই এই খবর ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। এই মর্মে অভিনেতা জানিয়েছিলেন, ”হ্যাঁ, এটা সত্যি যে কথা হয়েছিল। তবে তারপর আর কিছু এগোয়নি। আসলে আমারও এখানে কাজ থাকে, তারিখের বিষয়টা তো রয়েছেই। দূরত্বের কারণে কিছুটা সংযোগ রাখা বা যেভাবে আমি আমার দেশে সহজেই যোগাযোগটা করতে পারি, সেটা তো অন্যদেশে সম্ভব হয় না। তাই কথা বললেও, সেই কাজটা হয়ে উঠতে সময় লাগে। ফলে বলিউডে কথা হয়েছিল, কাজটার এখনও কোনও খবর নেই। তবে হ্যাঁ, ভাল কাজ পেলে অবশ্যই করব। ভাল চরিত্র সব অভিনেতারই একটা খিদের জায়গা, আমার ক্ষেত্রেও তাই। ফলে আপাতত, টলিউড বা বলিউড অর্থাৎ ভারতের সঙ্গে কোনও কাজেরই সেভাবে কোনও খবর নেই যে এটা করছি, এটা হচ্ছে।”