Arijit Singh Concert: অরিজিতের কনসার্টে ‘না’? কোন সমস্যার জেরে চিন্তার ভাঁজ ভক্তদের কপালে

Arijit Singh: গাড়ি পার্কিংয়ের একাধিক নতুন জায়গা আয়োজন করার উল্লেখ ছিল বিস্তারিত। স্থানীয় পুরসভার সাহায্যে ও অন্যান্য বেশ কিছু ফাঁকা জায়গাকে তালিকাভুক্ত করে মোট আটটি পার্কিং জোনের ব্যবস্থা করা হয়। যার মধ্যে বেশ কিছু বিনামূল্যে পার্কে বেশ কিছু জায়গায় আবার অর্থের বিনিময় রাখতে হবে গাড়ি।

Arijit Singh Concert: অরিজিতের কনসার্টে 'না'? কোন সমস্যার জেরে চিন্তার ভাঁজ ভক্তদের কপালে
তাঁকে ছাড়া সিনে পাড়ার গানের জগত যেন অচল একপ্রকার। অধিকাংশ হিট গানই এখন তাঁর ঝুলিতে। এক একটি কনসার্টে মোটা টাকা দিয়ে দর্শকেরা এসে থাকেন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 1:47 PM

বেশ কয়েক মাস ধরেই জনপ্রিয় গায়কদের কনসার্ট চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। যার মূল কারণ হল বিশৃঙ্খলা। কখনও এ আর রহমানকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে, কখনও আবার প্রকাশ্যে অরিজিৎ সিং-কে চাইতে হয়েছে ক্ষমা। তবে বারবার এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার ফলে এবার বেজায় বেগ পেতে হয়েছিল অরিজিৎ সিং-কে। ৪ নভেম্বর চণ্ডিগড়ে অরিজিতের কনসার্ট। ইতিমধ্যেই মোটা টাকায় বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। তবে শেষ মুহূর্তেই মিলেছিল বাধা স্থানীয় পুলিশ, জানিয়ে দিয়েছিল এই কনসার্ট করা সম্ভব নয়। না, অন্যান্য কোনও সমস্যা নয়, এবারে সমস্যা ছিল গাড়ি রাখার জায়গার অভাব। পর্যাপ্ত পরিমাণে পার্কিং না থাকায় এই কনসার্টকে প্রাথমিকভাবে ছাড়পত্র দিতে চাইনি চণ্ডিগড় পুলিশ।

এক্সিবিশন গ্রাউন্ড সেক্টর ৩৪-এ এই কনসার্ট আয়োজিত হয়েছে। এ খবর মেলার পর থেকেই মন খারাপ ছিল অরিজিৎ সিং-এর ভক্তদের। তবে এবার স্বস্তির পালা। সোমবার আয়োজনকারী সংস্থার পক্ষ থেকে একটি নতুন আবেদন পত্র জমা দেওয়া হয়েছিল থানায়। যেখানে গাড়ি পার্কিংয়ের একাধিক নতুন জায়গা আয়োজন করার উল্লেখ ছিল বিস্তারিত। স্থানীয় পুরসভার সাহায্যে ও অন্যান্য বেশ কিছু ফাঁকা জায়গাকে তালিকাভুক্ত করে মোট আটটি পার্কিং জোনের ব্যবস্থা করা হয়। যার মধ্যে বেশ কিছু বিনামূল্যে পার্কে বেশ কিছু জায়গায় আবার অর্থের বিনিময় রাখতে হবে গাড়ি।

গাড়ি রাখার এই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে অবশেষে পুলিশ ছাড়পত্র দিল এই কনসার্টকে। পুলিশের এক উচ্চ পদস্থ অফিসারের কথায় এ কনসার্ট নিয়ে আমাদের কোনও সমস্যা ছিল না, তবে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত। যার প্রভাব স্থানীয় ট্রাফিকের উপরেও পড়তে পারে। সে সব দিক খতিয়ে দেখে, প্রাথমিকভাবে এ কনসার্টকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে পার্কিং ব্যবস্থা যথাযথ মেলায় ছাড়পত্র দেয়া হয়েছে অরিজিৎ সিং-এর কনসার্টকে।

স্থানীয় পুলিশের অনুমান এই কনসার্ট-এর জন্য কম বেশি প্রায় পাঁচ হাজার গাড়ি পার্কিং চাইতে পারে। তাই গাড়ি যথাযথ ব্যবস্থা করাটা ছিল জরুরী। ইতিমধ্যেই এই শো-য়ে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে অরিজিৎ সিং-এর কনসার্ট মানে চড়া দামি টিকিট বিক্রি তা অতীতে একাধিকবার দেখেছে দর্শকেরা। এবারও তেমনটাই হল ১৮০০ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকার প্যাকেজের টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। তবে এ কনসার্ট যে বাতিল হচ্ছে না সে খবর সামনে আসতে হাসি ফুটল অরিজিৎ সিং-এর ভক্তদের মুখে।