Oscars 2023: ফিরে এল অস্কারে ‘চড়-প্রসঙ্গ’, এক বছর নীরবতার পর মুখ খুললেন রক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 05, 2023 | 10:00 PM

Oscars 2023: গত বছর অস্কারের মঞ্চে ঘটে গিয়েছিল এক সাংঘাতিক ঘটনা। অস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীনই হলিউড অভিনেতা উইল স্মিথ চড় মারেন কমেডিয়ান ক্রিস রককে।

Oscars 2023: ফিরে এল অস্কারে চড়-প্রসঙ্গ, এক বছর নীরবতার পর মুখ খুললেন রক
এক বছর নীরবতার পর মুখ খুললেন রক

Follow Us

 

গত বছর অস্কারের মঞ্চে ঘটে গিয়েছিল এক সাংঘাতিক ঘটনা। অস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীনই হলিউড অভিনেতা উইল স্মিথ চড় মারেন কমেডিয়ান ক্রিস রককে। এরপর জন গড়িয়েছে অনেক দূর। উইল স্মিথকে অস্কার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুখ খুলেছিলেন তিনিও। তবে চুপ করেছিলেন ক্রিস। এবার প্রায় এক বছর পর, আরও এক অস্কার যখন প্রায় আগত তখন নেটফ্লিক্সের এক সিরিজে মুখ খুললেন তিনি। তিনি সাফ জানিয়েছেন, সেদিন যা হয়েছিল তা তাঁর খারাপ লেগেছে। তাঁর কথায়, “যারা বলেন যে শব্দ কষ্ট দেয়, তাঁরা কোনওদিন মুখে ঘুষি খাননি।” ক্রিস তুলে এনেছেন, স্মিথের স্ত্রী পিঙ্কেট স্মিথ ও তাঁর প্রেমিক অগস্ট আসলিনার কথাও। দিয়েছেন হালকা খোঁচাও। স্মিথের সঙ্গে বিবাহিত থাকাকালীনই ওই গায়কের সঙ্গে সম্পর্কে জড়ান পিঙ্কেট। এক শো-য়ে তা নিয়ে কথাও বলেন স্মিথ। হাজির ছিলেন স্ত্রীও। সেই প্রসঙ্গই উত্থাপন করেছেন ক্রিস রক। তাঁর কথায়, “কেন এরকমটা করবে? অনেক মানুষের সঙ্গেই এমন হয়েছে। কিন্তু হলিউডের এই পাওয়ার কাপল সকলের সামনে এ নিয়ে আলোচনা করে। সবাই ওকে বিচ বলেছিল। তাঁর স্ত্রীকে তুলনা করেছিল সুবিধেবাদী হিসেবেও।” রক জানান, গত বছরে আগে স্মিথকে তিনি বেশ ভালবাসতেন, অভিনেতা হিসেবেও ভালবাসতেন, কিন্তু আর নয়। গোটা ঘটনা যে তাঁর উপর ক্ষত সৃষ্টি করেছে সে কথা উল্লেখ করতেও ভোলেননি তিনি।

কী ঘটেছিল সেদিন? ৯৪তম অস্কার অনুষ্ঠানে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সঞ্চালক ক্রিস রককে স্টেজে উঠে কষিয়ে থাপ্পড় মারেন বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। ক্রিসের বিরুদ্ধে অভিযোগ, উইলের স্ত্রী জাডা পিঙ্কেটের অসুস্থতা মস্করা করেছিলেন তিনি। সেদিনই পুরস্কার হাতে নিয়ে ক্রিসের কাছে ক্ষমা চেয়েছিলেন স্মিথ। কিন্তু অস্কারের মতো এমন এক আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের ঘটনার পর তোলপাড় হবে না, তাও কি হয়! স্মিথের অস্কার-ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন। তাঁকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধও করা হয়। অন্যদিকে সব কিছুর মধ্যে শাপে বর হয় ক্রিসের। এক ধাক্কায় ৩,৫০০ টাকা থেকে ৩১,২০০ টাকা পর্যন্ত বাড়ে। তাঁর কমেডি শোয়ের টিকিটের দাম। তাঁকে দেখতেই মানুষ ভিড় জমিয়েছিলেন শোতে। একেই বলে কারও ‘পৌষ মাস, তো কারও সর্বনাশ’! আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে অস্কার ২০২৩। অনুরূপ ঘটনা যাতে না ঘটে সেদিকেই চোখ সকলের।

Next Article