Nawazuddin Siddiqui: বাঙালিদের এভাবে অপমান! নওয়াজের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Nawazuddin Siddiqui: সময়টা ভাল যাচ্ছে না নওয়াজুদ্দিন সিদ্দিকীর। কিছুদিন আগেই গুরুতর অভিযোগ এনেছিলেন স্ত্রী আলিয়া সিদ্দিকী। এবার তাঁর বিরুদ্ধে উঠল বাঙালিদের ভাবাবেগে আঘাতের অভিযোগ।

Nawazuddin Siddiqui: বাঙালিদের এভাবে অপমান! নওয়াজের বিরুদ্ধে অভিযোগ দায়ের
নওয়াজের বিরুদ্ধে অভিযোগ দায়ের

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 27, 2023 | 10:02 PM

 

সময়টা ভাল যাচ্ছে না নওয়াজুদ্দিন সিদ্দিকীর। কিছুদিন আগেই গুরুতর অভিযোগ এনেছিলেন স্ত্রী আলিয়া সিদ্দিকী। এবার তাঁর বিরুদ্ধে উঠল বাঙালিদের ভাবাবেগে আঘাতের অভিযোগ। এক পানীয় কোম্পানির সিইও ও নওয়াজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কলকাতা হাই কোর্টের এক আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মূল বিজ্ঞাপনটি ছিল হিন্দিরে। সেই নিয়ে আমাদের কোনও সমস্যাই ছিল না। আমাদের শুধু একটিই সমস্যা। যে মুহূর্তে তা বাংলায় ডাবিং করা হয় সেখানে যা বলা হয়েছে তা নিয়ে আপত্তি রয়েছে।”

তিনি যোগ করেন, “বিজ্ঞাপনে দেখানো হয়েছে একটি জোক্স পরে হাসছেন অভিনেতা। জোক্সটি হল, ‘সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে।’ আমার মনে হয় এই কথাটি বলার মধ্যে দিয়েই বাঙালিদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।” জানা যাচ্ছে, এরপরেই নাকি ক্ষমা চেয়ে ওই পানীয় প্রস্তুতকারী কোম্পানিটি তাঁদের বিজ্ঞাপের বাংলা ভার্সনটি তুলিয়ে দিয়েছে। পাশাপাশি তাঁরা এও জানিয়েছে, যা হয়েছে তা অনিচ্ছাকৃত, বাঙালিদের ভাবাবেঘে আঘাতের উদ্দেশ্য তাঁদের ছিল না।

প্রসঙ্গত, বিজ্ঞাপনটি প্রকাশ মাওয়া মাত্রই ঝড় উঠেছিল। বাংলাপক্ষের অন্যতম মাথা গর্গ চট্টোপাধ্যায়ও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন। তিনি লেখেন, “বাঙালি বিরোধী বিজ্ঞাপন চলছে। নওয়াজকেও এই কাজ করতে রাজি করা হয়েছে।” নেটিজেনদের মধ্যেও প্রতিবাদের ঝড় ওঠে। এরপরেই ওই বিজ্ঞাপনটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ।”